ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

খেলা

বিশ্বকাপ শেষ তানভীরের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১১
বিশ্বকাপ শেষ তানভীরের

করাচি: হাঁটুর চোটের জন্য বিশ্বকাপ দল থেকে বাদ পড়লেন পেসার সোহেল তানভীর। বুধবার এই খবর দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

তার বদলে দলে ডাক পেয়েছেন তরুণ বোলার জুনায়েদ খান।

পিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, ধীরে ধীরে সেরে উঠছেন তানভীর। তবে পুরোপুরি সুস্থ হতে সময় লাগবে চিকিৎসকদের এমন পরামর্শের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তানভীরের বিদায়ে ভাগ্য খুলেছে জুনায়েদ খানের। এর মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হবে ২১ বছর বয়সী এই ক্রিকেটারের। ৩৫টি প্রথম শ্রেনীর ম্যাচে ১৬৭টি উইকেট নিয়ে নির্বাচকদের নজর কেড়েছেন অনূর্ধ্ব-১৯ দলে খেলা এই পেসার।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘন্টা, ফেব্রুয়ারি ৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।