ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

শীর্ষে সিদ্দিকুর

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১১
শীর্ষে সিদ্দিকুর

ঢাকা: গ্রামীণফোন বাংলাদেশ মাস্টার্সের তৃতীয় রাউন্ডেও শীর্ষস্থান ধরে রেখেছেন স্বাগতিক গলফার সিদ্দিকুর রহমান। বড় অঘটন না ঘটলে দেশসেরা এই গলফারের চ্যাম্পিয়ন হওয়া সময়ের ব্যাপার।

তিন রাউন্ড মিলিয়ে পারের চেয়ে ১৬ শট কম নিয়ে অন্যদের থেকে অনেকটা নিরাপদ দূরত্বে রয়েছেন।

শনিবার তৃতীয় দিনে পারের চেয়ে তিন শট কম (৬৯ শট) নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মিলন আহমেদের চেয়ে ৯ শট এগিয়ে আছেন সিদ্দিকুর।

কুর্মিটোলা গলফ কোর্সে আগের দুই রাউন্ডের মতো প্রাধান্য ছিলো না স্বাগতিক গলফারদের। সিদ্দিকুর ও মিলন আহমেদ ছাড়া স্বাগতিক গলফাররা তেমন সাফল্য পাননি। মিলন ৬৮ শটে খেলে দ্বিতীয়স্থান ধরে রেখেছেন। তিন রাউন্ড মিলিয়ে পারের চেয়ে সাত শট কম খেলেছেন।

৭৫ হাজার ডলার প্রাইজমানির টুর্নামেন্টে তৃতীয়স্থানে উঠে এসেছেন জাপানের ইয়োসুকি সুকাদা। তৃতীয় রাউন্ডে পারের চেয়ে চার শট কম (৬৮ শট) খেলেছেন।

এদিকে পারের চেয়ে এক শট কম নিয়ে চতুর্থস্থানে নেমে গেছেন স্বাগতিক গলফার লিটন হাওলাদার। যুগ্মভাবে পঞ্চমস্থানে আছেন ইংল্যান্ডের রস ক্যানাভান ও জাপানের হিরোতারো নাইতো। ক্যানাভান ৬৯ শটে খেলে তালিকায় আগালেও পার অনুযায়ী (৭২ শট) খেলে একটু পিছিয়েছেন জাপানের প্রতিযোগী।
শট ও

এছাড়া স্বাগতিক গলফারদের মধ্যে মোহাম্মদ সাইয়ুম মিয়া ৭২ শট, জামাল হোসেন মোল্লা ৭৪ আব্দুল মতিন ৭৬ শটে ও জাকিরুজ্জামান ৭০ শটে তিন রাউন্ড শেষ করেন।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘন্টা, ৫ ফেব্রুয়ারি ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।