ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

খেলা

সনি জাতীয় টেনিস শুরু

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১১
সনি জাতীয় টেনিস শুরু

ঢাকা: আটটি ইভেন্টের প্রতিযোগিতা দিয়ে শুরু হলো সনি জাতীয় টেনিস প্রতিযোগিতার। শুক্রবার সকালে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেনা প্রধান জেনারেল আব্দুল মুবীন।

   

রমনা টেনিস কমপ্লেক্সে  র‌্যাংস ইলেকট্রনিক্সের পৃষ্ঠপোষকতায় চারদিন ব্যাপী অনুষ্ঠেয় টুর্নামেন্টে বিভিন্ন কাব ও সংস্থার ৩৪৯ জন প্রতিযোগী অংশ নিচ্ছেন।

সাড়ে তিন লাখ টাকা বাজেটের প্রতিযোগিতায় ১ লাখ ৮৩ হাজার টাকার প্রাইজমানি থাকছে। এরমধ্যে পুরুষ এককে বিজয়ী পাবেন সর্বাধিক ৩০ হাজার টাকা।

উদ্বোধনী অনুষ্ঠানে ফেডারেশন শাহরিয়ার আলম এমপি, সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ কারেন স্পন্সর প্রতিষ্ঠান র‌্যাংস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আক্তার হোসেনসহ টুর্নামেন্টের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘন্টা, ৪ ফেব্রুয়ারি ২০১১



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।