ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

আরো উজ্জ্বল সিদ্দিকুর

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১১
আরো উজ্জ্বল সিদ্দিকুর

ঢাকা: গ্রামীণফোন বাংলাদেশ মাস্টার্সে প্রথম রাউন্ড শেষ করেছিলেন ৬৬ শটে। দ্বিতীয় রাউন্ডে ছিলেন আরো উজ্জ্বল।

শুক্রবার পারের চেয়ে সাত শট কম (৬৫ শট) নিয়েছেন। সবমিলিয়ে সিদ্দিকুর রহমান পারের চেযে ১৩ শট কম খেলে শীর্ষ স্থান ধরে রেখেছেন।

কুর্মিটোলা গলফ কোর্সে দ্বিতীয় দিনের খেলা শেষে সিদ্দিকুর বলেন,“ প্রথম দুই রাউন্ডে যেভাবে খেলেছি সেটা ধরে রাখতে পারলে অনায়াসেই শিরোপা জিততে পারবো। শিরোপা জেতার ব্যাপারে খুবই আশাবাদি আমি। ”

৭৫ হাজার ডলারের টুর্নামেন্টের দ্বিতীয় দিনেও সিদ্দিকুরের পথেই হেঁটেছেন স্থানীয় গলফাররা। ফলে সেরাদের তালিকায স্বাগতিক গলফারদের দাপট দ্বিতীয় পর্বেও অুণœ রয়েছে। দ্বিতীয় স্থানে থাকা আব্দুল মতিন শুক্রবার ৭১ শটে দিনের খেলা শেষ করেন। দুই পর্ব মিলিয়ে পারের চেয়ে পাঁচ শট কম খেলেছেন তিনি।

এদিকে সেরা তিনে লিটন হাওলাদারের সাফল্যে ভাগ বসিয়েছেন জাপানের হিরোতারো নাইতো ও স্বাগতিক তারকা জামাল হোসেন।   জাপানের প্রতিযোগী হিরোতারো নাইতো আগের দিনের মতো ৭০ শটে খেলেন। তবে লিটন দ্বিতীয় পর্বে আগের দিনের চেয়ে দুই শট বেশি নেন (৭১ শট)। অন্যদিকে প্রথম পর্বে পার অনুযায়ী খেলা জামাল শুক্রবার অসাধারণ খেলেছেন। ৬৮ শটে রাউন্ড শেষ কওে যৌথভাবে তৃতীয়স্থানে উঠে এসেছেন।
 
সেরা দশে থাকা অপর বাংলাদেশি গলফাররা হলেন মিলন আহমেদ ও মোহাম্মদ সাইয়ুম।   প্রথম দিনের চেয়ে চার শট কমে (৬৮ শটে) খেলেন মিলন। অন্যদিকে সাইয়ুমের দুই শট বেশি প্রয়োজন হয় (৭২ শট)।

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘন্টা, ৪ ফেব্রুয়ারি ২০১১




 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।