ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

খেলা

ফতুল্লাহ সিমিং উইকেট!

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১১
ফতুল্লাহ সিমিং উইকেট!

ঢাকা: আষারে গল্প শোনালেন জিপি-বিসিবি একাডেমি দলের অধিনায়ক মোহাম্মদ মিথুন। ফতুল্লাহ খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে সিমিং কন্ডিশন! অধিনায়কের সুরে তাল মেলালেন কোচ রস টার্নার।

অবশ্য তিনি স্পোর্টিং উইকেট বলে চালিয়েছেন।

বৈশাখের এই খড়া রোদে বাংলাদেশের কোন উইকেটে পেসারদের সুবিধা পাওয়ার কথা নয়। খেলার প্রথম সকালে হয়তো খানিকটা সুবিধা পাওয়া যেতে পারে। তা হলেও তো দক্ষিণ আফ্রিকা একাডেমির ইনিংসে ধ্বস নামিয়ে দেওয়ার কথা বাংলাদেশি বোলারদের। হলো উল্টো। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা একাডেমি দল ৫৮১ রানের বিশাল যে স্কোর দাঁড় করালো সেটাকে দুই ইনিংসে মিলে টপকাতে পারেনি স্বাগতিক দল।

বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে মোহাম্মদ মিথুনের একটি যুক্তি গ্রহণযোগ্য মনে হয়েছে,“ওদের পেস বোলারদের খেলা কঠিন। দারুণ বোলিং করে। স্পোর্টিং উইকেট হওয়ায় বলে পাওয়ায় আমরা খেলতে পারিনি। মিরপুরের উইকেট ভিন্ন। আশা করি এখানে ভালো খেলতে পারবো। ”

দক্ষিণ আফ্রিকা একাডেমি দলের প্রধান কোচ মো. ইব্রাহিম বার্নি ব্যাখ্যা শুনলে জিপি-বিসিবি একাডেমি দলের ব্যর্থতার কারণ খোঁজার প্রয়োজন হবে না। তিনি বলেছেন,“বাংলাদেশ ভালো ক্রিকেট খেলে। ভবিষ্যৎ ভালো। তবে একটা সমস্যা হলো ভারত, পাকিস্তানের মতো বাংলাদেশের ছেলেরাও দেরিতে রপ্ত করতে শেখে। এই দলে অনেক ভালো খেলোয়াড় আছে। ভবিষ্যতে তারা ভালো খেলবে। সেদিক থেকে অনেক বেশি পেশাদার এবং কাউন্টি খেলা ক্রিকেটারদের নিয়ে গড়া দক্ষিণ আফ্রিকা একাডেমি দল। ”

সফরকারী দলের বিপক্ষে দুটি চারদিনের ম্যাচ খেলছে জিপি-বিসিবি একাডেমি দল। শুক্রবার সকালে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে হতে যাচ্ছে চারদিনের দ্বিতীয় ম্যাচটি। এরপর চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে তিনটি একদিনের ম্যাচ ও সর্বশেষ মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে দুটি টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শেষ হবে সিরিজ।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।