ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

খেলা

থারাঙ্গার শতকে সিরিজে এগিয়ে শ্রীলঙ্কা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১১

কলম্বো: ওয়েস্ট ইন্ডিজের  বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টিতে বড় জয় পেয়েছে শ্রীলঙ্কা। উপুল থারাঙ্গার শতকের সুবাদে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ২৭ বল বাকি থাকতেই আট উইকেটে জয় তুলে নেয় স্বাগতিক।



ওয়েস্ট ইন্ডিজ: ২০৩/১০ (৫০ ওভার)
শ্রীলঙ্কা: ১৯৯/২  (৪২.৩ ওভার)
ফল: শ্রীলঙ্কা ৮ উইকেটে জয়ী

সিংহলিজ স্পোর্টস কাব মাঠে আগে ব্যাট করতে নেমে স্বাগতিক বোলারদের মারাত্মক বোলিংয়ে বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হয় সফরকারী ক্যারিবিয় ব্যাটসম্যানরা। ইনিংসের শেষ বলে দশম উইকেট হারানোর আগে ২০৩ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ।

ড্যারেন ও ডোয়াইন দুই ব্রাভোর প্রত্যেকেই করেন ৩৯ রান। এছাড়া ক্রিস গেইল ২৮ ও কার্লটন বাউ অপরাজিত ২৮ রান করেন।

৩০ রানে তিন উইকেট নেন লাসিথ মালিঙ্গা। এছাড়া দুইটি করে উইকেট পান নুয়ান কুলাসেকারা ও মুত্তিয়া মুরালিধরন।

জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ইনিংসের মাঝে বৃষ্টি শুরু হলে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে স্বাগতিকদের পরিবর্তিত লক্ষ্য দাঁড়ায় ৪৭ ওভারে ১৯৭ রান। উদ্বোধনী ব্যাটসম্যান উপুল থারাঙ্গার ১০১ রান ও মাহেলা জয়াবর্ধনের অপরাজিত ৪৮ রানে ভর করে দুই উইকেটে বিনিময়ে জয় নিশ্চিত করে শ্রীলঙ্কা।

রবি রামপল ও ডোয়াইন ব্রাভো পতন হওয়া উইকেট দুটি ভাগাভাগি করেন।

শতকের সুবাদে ম্যাচ সেরা হন উপুল থারাঙ্গা।

এ জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে শ্রীলঙ্কা। সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টিতে ভেসে যায়।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘন্টা, ৩ ফেব্রুয়ারি ২০১১








 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।