ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

খেলা

বিশ্বকাপের দায়িত্ব বন্টন হয়নি: জুনায়েদ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১১
বিশ্বকাপের দায়িত্ব বন্টন হয়নি: জুনায়েদ

ঢাকা: বিশ্বকাপ সময় ঘনিয়ে এসেছে অথচ ক্রিকেটারদের দায়িত্ব বন্টন করে দেননি জেমি সিডন্স। দায়িত্ব বলতে করণীয় ঠিক হয়নি।

চট্টগ্রামে অনুশীলনের ফাঁকে এমনটাই বলছিলেন জুনায়েদ সিদ্দিকী।

তবে একেবারে যে দায়িত্ব বণ্টন করা হয়নি তা ঠিক নয়। ব্যাটসম্যানদের জন্য একধরণের অনুশীলন এবং বোলারদের জন্য অন্যরকম কৌশল ব্যবহার করছেন প্রধান কোচ। অর্থাৎ যার জন্য যা প্রয়োজন ঠিক সেটাই করাচ্ছেন। তবুও জুনায়েদের এমন দাবির কারণ হতে পারে ব্যাটিং অর্ডার ঠিক না হওয়ায়। সাংবাদিকদের তিনি বৃহস্পতিবার বলছিলেন,“আমাদেরকে নির্দিষ্ট কোন দায়িত্ব ভাগ করে দেওয়া হয়নি। প্রত্যেকে একধরণের কাজ করছি ভুলগুলো শুধরাতে এবং পারফরমেন্স বাড়াতে। ”

তবে অনুশীলন নিয়ে গড়পড়তা সবাই খুশি। কারো কোন অভিযোগ নেই। জুনায়েদ যেমন বলছিলেন,“অনুশীলনে আমরা ভালো করছি। বিশ্বকাপের সময় যত ঘনিয়ে আসছে আমরা ততই উত্তেজনা বোধ করছি। প্রত্যেকেই দলের জন্য ভালো কিছু করার স্বপ্ন দেখছে।

কঠিন প্রতিপক্ষ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু হবে। সেই ম্যাচ নিয়ে এখন যত পরিকল্পনা। ২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজের মতো ঢাকাতেও বাজিমাতের স্বপ্ন দেখছেন টাইগাররা।

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘন্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১১



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।