ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

খেলা

নাদালের পর ফেদেরার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১১
নাদালের পর ফেদেরার

মেলবোর্ন: চোটের জন্য প্রতিযোগিতা থেকে ছিটকে পড়েছেন বিশ্বসেরা রাফায়ের নাদাল। এজন্য ‘রাফা স্লাম’ না হলেও টেনিস ভক্তরা আশাবাদী ছিলেন রজার ফেদেরারকে নিয়ে।

সে আশাও গুঁড়েবালি। নোভাক দকোভিচের কাছে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছেন ফেদেরার।

গত আট বছরের মধ্যে প্রথম অস্ট্রেলিয়া ওপেনের ফাইনাল হবে কোন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ছাড়া। কেননা টুর্নামেন্টের ফানইালে নেই আগের বারের চ্যাম্পিয়ন ১৬টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী ফেদেরার।

গত মৌসুমেও ইউএস ওপেনের সেমিফাইনালে ফেদেরারকে হারিয়ে ছিলেন র‌্যাঙ্কিংয়ের তৃতীয় সেরা। তবে ২০০৮ সালে সুইজ তারকার বিপক্ষে সেমিতে জিতে শিরোপা জিতলেও গত মৌসুমে সেটা পারেননি দকোভিচ।

দুর্বার গতিতে এগিয়ে যাওয়া ফেদেরারকে এদিন খুঁজেই পাওয়া যায়নি। প্রথম সেটে দকোভিচের কাছে ৭-৬ (৭/৩)  গেমে হারের পর ফেদেরার নয়; বরং সারা ম্যাচে ছিলো তার ছায়া। ২৯ বছর বয়সী ফেদেরারকে দ্বিতীয় সেটে ৭-৫ ও শেষ সেটে ৬-৪ গেমে হারিয়ে ফাইনালে ওঠে যান দকোভিচ।

বাংলাদেশ সময়: ২০২৪ ঘন্টা, জানুয়ারি ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad