ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

খেলা

বার্সা-রিয়াল মাদ্রিদের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১১
বার্সা-রিয়াল মাদ্রিদের জয়

মাদ্রিদ: কিংস কাপের সেমিফাইনালের প্রথম লেগের নিজ নিজ খেলায় জয় পেয়েছে বার্সেলোনা ও চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। বুধবার লিওনেল মেসির জোড়া গোলে বার্সা ৫-০ ব্যবধানে আলমেরিয়াকে উড়িয়ে দিলেও সেভিয়ার বিপক্ষে কষ্টে জিতেছে কোচ হোসে মরিনহোর শিষ্যরা।

ন্যু কাম্পে ১০ মিনিটে লিওনেল মেসির গোলে এগিয়ে যায় বার্সেলোনা। এক মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ডেভিড ভিয়া। ১৬ মিনিটে আবার প্রতিপক্ষের জালে বল পাঠান মেসি। ৩১ মিনিটে ব্যবধান ৪-০ করেন পেদ্রো রদ্রিগেজ। প্রথমার্ধে এই ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় কাতালানরা।

দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষ রক্ষণদুর্গের কড়া নজর এড়িয়ে প্রথমার্ধের মতো গোলউৎসব করতে পারেননি মেসি, পেদ্রো আর ভিয়ারা। যদিও এই অর্ধে একটি গোল আদায় করে নিতে সক্ষম হয় পেপ গার্দিওলার শিষ্য বাহিনী। রেফারির শেষ বাঁশি বাজার এক মিনিট আগে মেসির বাড়িয়ে দেওয়া বলে লক্ষ্যভেদ করেন সেইদু কেইতা।

এদিকে মেসিদের গোলউৎসবের দিনে রিয়াল মাদ্রিদ ১-০ ব্যবধানে জিতেছে সেভিয়ার বিপক্ষে। সেভিয়ার মাঠে ১৭ মিনিটে করিম বেঞ্জেমা এগিয়ে নেন সফরকারীদের। খেলার বাকি সময় হাড্ডাহাড্ডি লড়াই হলেও কেউ ঠিকানা খুঁজে পায়নি।

এছাড়া ইংলিশ প্রিমিয়ার লিগে হারের বৃত্ত থেকে বেরিয়ে এসেছে লিভারপুল। অলরেডরা ১-০ গোলে হারায় ফুলহামকে। যদিও গোলটি লিভারপুলকে উপহার দিয়েছে প্রতিপক্ষ।

১৭ মিনিটে জয়সূচক একমাত্র গোলটি ছিলো আত্মঘাতী। ফুলহাম ডিফেন্ডার জন পান্টসিল কিয়ার করতে গিয়ে ভুলে বল জড়িয়ে দেন নিজেদের জালে।

২৩ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার ইউনাইটেড। এক ম্যাচ বেশি খেলে ৩২ পয়েন্ট নিয়ে তালিকার সপ্তমস্থানে লিভারপুল।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘন্টা, জানুয়ারি ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।