ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

খেলা

বৃষ্টিতে পরিত্যক্ত পাক-নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১১
বৃষ্টিতে পরিত্যক্ত পাক-নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডে

কুইন্সটাউন: পাকিস্তান নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচ বৃষ্টির কারনে পরিত্যক্ত হয়েছে ।

খারাপ আবহাওয়ার কারনে দেরিতে শুরু হওয়া এ ম্যাচে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ড্যানিয়েল ভেট্টরি বাহিনী।

সফরকারী দল ২৬ বলে (৪.২ ওভার) বিনা উইকেটে  ৩১ রান  তোলার পর আবারো বৃষ্টি হানা দেয়। এরপর আর বল মাঠে গড়ানো সম্ভব না হওয়ায় বাতিল করা হয় ম্যাচটি।

২৫ রানে ব্যাট করছিলেন আহমেদ শেহজাদ ও ৪ রানে তার সঙ্গে ছিলেন মোহাম্মদ হাফেজ।

শনিবার ওয়েলিংটনে প্রথম ওয়ানডেতে ৯ উইকেটে জয় পাওয়ায় ছয় ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০তে এগিয়ে আছে ব্ল্যাক ক্যাপসরা। শনিবার ক্রাইস্টচার্চে তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘন্টা, জানুয়ারি ২৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।