ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

অনুর্ধ্ব ১৪ টেনিসের দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১১

ঢাকা: আইটিএফ অনুর্ধ্ব-১৪ এশিয়ান চ্যাম্পিয়নশিপে গ্রুপ -দুইয়ের প্রথম খেলায় জয় পেয়েছে বাংলাদেশ। দেলোয়ার হোসেন ৬-৩, ৬-০ গেমে ভিয়েতনামের ট্রান মিন থংকে হারান।

ইয়াংগুনের তেইনবো টেনিস সেন্টারে অপর ম্যাচে ওয়াই মং মারমা ৬-৪, ৬-২ গেমে সপ্তম বাছাই মিয়ানমারের আরকার কিয়াউকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠেন। বাংলাদেশের অপর প্রতিযোগী দেলোয়ার হোসেন সজল ৭-৫, ৪-৬, ৪-৬ গেমে পরাজিত হন পাকিস্তানের জাইদ মোজাহিদকে কাছে।

বালিকা বিভাগে বাংলাদেশের ঝিলিক চাকমা ৬-১, ৭-৬ গেমে মালয়েশিয়ার হিন নন্দর জাকে হারিয়ে নিশ্চিত করেন দ্বিতীয় রাউন্ড। অপরদিকে বাংলাদেশের আয়েশা সুলতানা ২-৬, ০-৬ গেমে ইয়েমেনের আল উলফি শিমার নিকট এবং ইশিতা আফরোজ ০-৬, ১-৬ গেমে শ্রীলংকার কাভিন্দিয়া ডি সিলভার কাছে হার মেনে প্রথম রাউন্ড থেকেই বিদায় নেন।

বুধবার দ্বিতীয় রাউন্ডে দেলোয়ার হোসেন ও ওয়াই মং মারমা সিংগাপুরের কিংসলে স্টেফেন দানিয়েল এবং পাকিস্তানের হামজা বিন আসিফের মুখোমুখি হবেন। এছাড়া মেয়েদের বিভাগে ঝিলিক চাকমা মালয়েশিয়ার দেলিজাভারনি শিংয়ের  মোকাবেলা করবেন।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘন্টা, ২৫ জানুয়ারি, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।