ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

ম্যাথুসের শতকে নিরাপদে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৪
ম্যাথুসের শতকে নিরাপদে শ্রীলঙ্কা ম্যাথুসের হার না মানা শতকে নিরাপদে লঙ্কানরা

আবুধাবি: ১৭৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস খেলতে নেমে বেশ কয়েকটি ব্যক্তিগত পারফরমেন্সের সুবাদে নিরাপদ অবস্থানে চতুর্থ দিন শেষ করেছে শ্রীলঙ্কা। অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসের হার না মানা শতকে পাকিস্তানের চেয়ে ২৪১ রানে এগিয়ে গেছে তারা, হাতে আছে আরও পাঁচ উইকেট।



চতুর্থ দিন শেষে
শ্রীলঙ্কা: প্রথম ইনিংস- ২০৪/১০, দ্বিতীয় ইনিংস- ৪২০/৫ (১৪৮ ওভার)
পাকিস্তান: প্রথম ইনিংস- ৩৮৩/১০

ব্যক্তিগত ৮১ রানে কৌশল সিলভা সাজঘরে ফিরলে বৃহস্পতিবার দিনের শেষ ঘোষণা করা হয়। ২৪ রানে অপরাজিত থাকা দিনেশ চান্দিমালের সঙ্গে শুক্রবার দিনের খেলা শুরু করেন ম্যাথুস। ১৩৮ রানের দারুণ জুটি গড়েন তারা।

পঞ্চম টেস্ট ফিফটি হাঁকিয়ে শতকের পথে ছিলেন চান্দিমাল। কিন্তু ৮৯ রানে ডানহাতি ব্যাটসম্যানকে থামান জুনাইদ খান।

চতুর্থ দিন এই একটিমাত্র উইকেট খুঁইয়েছে লঙ্কানরা। সারাদিন পাকিস্তানি বোলারদের উপর আধিপত্য বিস্তারে করে ছিলেন ম্যাথুস ও প্রসন্ন জয়াবর্ধনে। দ্বিতীয় টেস্ট শতক হাঁকিয়ে ১২ চার ও এক ছয়ে ১১৬ রানে টিকে ছিলেন লঙ্কান অধিনায়ক।

অপর প্রান্তে প্রসন্ন টিকে ছিলেন ৪৮ রানে।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, ৩ জানুয়ারি ২০১৪
সম্পাদনা: ফাহিম হোসেন মাজনুন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।