ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

মেলবোর্ন টেস্টও অস্ট্রেলিয়ার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৩
মেলবোর্ন টেস্টও অস্ট্রেলিয়ার ছবি: সংগৃহীত

মেলবোর্ন: ইংল্যান্ডকে হোয়াইটওয়াশের লজ্জা দেওয়া থেকে আর এক ধাপ দূরে অস্ট্রেলিয়া। রোববার মেলবোর্ন টেস্টও জিতেছে তারা।

এনিয়ে ৪-০ ব্যবধানে এগিয়ে থেকে সিডনিতে শেষ টেস্ট খেলতে নামবে অসিরা।

ইংল্যান্ড: প্রথম ইনিংস- ২৫৫/১০, দ্বিতীয় ইনিংস- ১৭৯/১০
অস্ট্রেলিয়া: প্রথম ইনিংস- ২০৪/১০, দ্বিতীয় ইনিংস- ২৩১/২ (৫১.৫ ওভার)
ফল: অস্ট্রেলিয়া জয়ী ৮ উইকেটে

চতুর্থ টেস্টের চারদিনের মাথায় আরেকটি বড় জয় নিশ্চিত করল মাইকেল ক্লার্ক বাহিনী। অ্যালিস্টার কুকদের টানা চতুর্থ হারের স্বাদ দিতে এদিন ব্যাট হাতে দারুণ পারফরমেন্স করেন ক্রিস রজার্স ও শেন ওয়াটসন।

দ্বিতীয় ইনিংসে ২৩১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আগের দিন বিনা উইকেটে ৩০ রানে শেষ করেছিল অসিরা। বোলারদের সফলতার এই টেস্টে আরও ২০১ রান দরকার ছিল তাদের। ওপেনার রজার্স ও ওয়াটসন শেষ পর্যন্ত দলকে সফলতা এনে দিলেন।

ঘরের মাঠে প্রথম ও ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট শতক গড়তে রজার্স খেলেছেন ১৩৫ বল, ১১টি চার হাঁকান। ইনিংস সেরা ১১৬ রানে আউট হওয়ার আগে ওয়াটসনের সঙ্গে ১৩৬ রানের জুটি গড়েন তিনি। উদ্বোধনী জুটিতে ডেভিড ওয়ার্নারকে (২৫) নিয়ে ৬৪ রান আনেন বাঁহাতি এই ব্যাটসম্যান।

ওয়াটসন অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ৯০ বলে ১১ চারে ৮৩ রান করেন তিনি। অপর প্রান্তে অধিনায়ক ক্লার্ক অপরাজিত ছিলেন ৬ রানে।

দুই ইনিংসে ৮ উইকেট নিয়ে সিরিজে তৃতীয়বারের মতো ম্যাচসেরা হলেন অসি পেসার মিচেল জনসন।

৩ জানুয়ারি সিডনিতে হবে পঞ্চম ও শেষ টেস্ট।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, ২৯ ডিসেম্বর ২০১৩
সম্পাদনা: ফাহিম হোসেন মাজনুন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad