ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ক্রিকেট

সাব্বির ঝড়ে জিতল সাকিবরা

আব্দুল্লাহ আল নোমান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৩
সাব্বির ঝড়ে জিতল সাকিবরা

সিলেট বিভাগীয় স্টেডিয়াম থেকে: টানা দ্বিতীয় হাফ সেঞ্চুরি মেরে দলকে ১৭১ রানের বড় সংগ্রহ এনে দিয়েছিলেন আবাহনী লিমিটেড অধিনায়ক মুশফিকুর রহিম। জয়ের আভাস পেয়েছিল তারাই।

কিন্তু সাব্বির রুম্মানের ব্যাটিং ঝড়ে তিন বল বাকি থাকতে চার উইকেটে জিতল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। এনিয়ে সাকিব আল হাসানের দল বিজয় দিবস টি-টোয়েন্টি চ্যালেঞ্জ কাপে টানা দ্বিতীয় ম্যাচ জিতল।

আবাহনী লিমিটেড: ১৭১/৭ (২০ ওভার)
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব: ১৭৫/৬ (১৯.৩ ওভার)
ফল: প্রাইম ব্যাংক জয়ী চার উইকেটে

সিলেট বিভাগীয় স্টেডিয়ামে টস জিতে আবাহনীকে ব্যাটিংয়ে পাঠান সাকিব। ২৯ রানের মধ্যে ‍দুই ওপেনার আফতাব আহমেদ (১) ও মেহেদী মারুফকে (১৫) সাজঘরে পাঠিয়ে দারুণ সূচনা করে ফিল্ডিং দলটি। গত ম্যাচের দুই নায়ক সৌম্য সরকার ও মুশফিক এরপর দাঁড়িয়ে যান। ৫৮ রানের জুটি গড়েন তারা।

সাকিব ম্যাচের একমাত্র উইকেট পান সৌম্যকে ফিরিয়ে। ২৭ বলে ৩১ রান করেন তিনি।

১৬তম ওভারে মুশফিক ও মাহমুদউল্লাহকে (১৮) সাজঘরে পাঠিয়ে হ্যাটট্রিকের সুযোগ পান প্রাইম ব্যাংক পেসার রুবেল হোসেন। তবে সেটা হয়নি। ৩৩ বলে এক চার ও চার ছক্কায় ৫০ রানে আউট হন আবাহনী অধিনায়ক।

শেষদিকে জিয়াউর রহমান ১৬ বলে তিন চার ও দুই ছয়ে ২৮ রান করলে বড় সংগ্রহ দাঁড়ায় তাদের।

প্রাইম ব্যাংকের পক্ষে রুবেল তিনটি ও তাইজুল ইসলাম দুটি উইকেট পান।

লক্ষ্যে নেমে আবাহনীর বোলারদের সামনে শক্ত অবস্থান গড়তে পারেননি প্রাইম ব্যাংকের ব্যাটসম্যানরা। এনামুল হক (২২), সাকিব (৮) ব্যাট হাতে ঝলক দেখাতে ব্যর্থ হন। ১২৩ রানে পাঁচ উইকেট হারানো দলকে শেষ পর্যন্ত দারুণ জয় এনে দেন সাব্বির। গত ম্যাচের জয়ের নায়কই এবারও একাই দাঁড়িয়ে গেলেন।

টানা দ্বিতীয় হার না মানা ইনিংস খেলে দলকে জেতালেন সাব্বির। ৫০ বলে ছয় চার ও চার ছয়ে ৮৪ রানে অপরাজিত ছিলেন তিনি।

আবাহনীর পক্ষে শুভাশিষ রায়, ফরহাদ রেজা, সোহরাওয়ার্দী শুভ, মাহমুদউল্লাহ ও জিয়াউর একটি করে উইকেট পান।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, ২৫ ডিসেম্বর ২০১৩
সম্পাদনা: ফাহিম হোসেন মাজনুন, নিউজরুম এডিটর

*১৭২ রানের টার্গেটে ব্যাট করছে প্রাইম ব্যাংক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।