ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

খেলা

আন্ত:বিভাগীয় মহিলা হ্যান্ডবল প্রতিযোগিতা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১০

ঢাকা: ধানমন্ডির সুলতানা কামাল স্টেডিয়ামে দুইদিন ব্যাপী আন্ত:বিভাগীয় প্রতিযোগিতার প্রথম দিনে রাঙ্গামাটি, রংপুর ও মাদারীপুর জয় পেয়েছে।

অপরদিকে দিনের দুটি খেলার একটিতে হার ও অপরটিতে জিতেছে নড়াইল।

 

উদ্বোধনী দিনে রাঙ্গামাটি ১৪-০ গোলে বরিশালকে, রংপুর ১৮-০ এ নরসিংদীকে, নড়াইল ১৩-১ তে চাপাইনবাবগঞ্জকে, মাদারীপুর ২৪-১ ব্যবধানে বরিশালকে ও রাজশাহী ১২-০৫ গোলে হারিয়েছে নড়াইল জেলাকে।
 
প্রতিযোগিতায় ছয়টি বিভাগের মোট ১২টি দল অংশ নিচ্ছে। দলগুলো হলো- মাদারীপুর, নরসিংদী, যশোর, নড়াইল, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, রংপুর, পঞ্চগড়, বরিশাল, ঝালকাঠি, রাজশাহী ও চাপাইনবাবগঞ্জ জেলা।

এর আগে প্রতিযোগিতার উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন। এসময় উপস্থিত ছিলেন মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী রাফিয়া আক্তার ডলি ও সাধারণ সম্পাদিকা মাহফুজা আক্তার কিরণ।

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘন্টা, অক্টোবর ২৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।