ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

খেলা

সোনিয়ার আরো তিনটি রেকর্ড

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১০
সোনিয়ার আরো তিনটি রেকর্ড

ঢাকা: ওয়ালটন ২৪তম জাতীয় সাঁতারে রেকর্ড ভাঙ্গা-গড়ার প্রতিযোগিতা চলছে। প্রথমদিনে সাতটি রেকর্ডের পর দ্বিতীয় দিনে রেকর্ড হয়েছে আরো ছয়টি।

এর মধ্যে একাই তিনটি রেকর্ড গড়েছেন আনসারের সোনিয়া আক্তার।

মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে আয়োজিত প্রতিযোগিতায় শুক্রবার ছিলো সোনিয়ার। আগের দিনের দুইটি রেকর্ডসহ একাই পাঁচটি রেকর্ড গড়লেন আনসারের এই মেয়ে।  

সোনিয়া নিজের গড়া ২০০৮ সালে ১০০ মিটার বাটার ফাইয়ের পুরনো রেকর্ডটি ভেঙেছেন ১ মিনিট ১২ দশমিক ৯৩ সেকেন্ড সময় নিয়ে। পূর্বের রেকর্ড ছিলো ১ মিনিট ১৩ দশমিক ৮৫ সেকেন্ড। এছাড়া ৫০ মিটার ব্যাকস্ট্রোক ও ২০০ মিটার ব্যক্তিগত মিডলেও রেকর্ড গড়ে স্বর্ণ জিতে নেন তিনি। ২০০৭ সালে সবুরা খাতুনের ৫০ মিটার ব্যাক স্ট্রোকের ৩৫ দশমিক ৫৬ সেকেন্ডের রেকর্ডকে পেছনে ফেলে সোনিয়া ৩৫ দশমিক ১৬ সেকেন্ডে নতুন রেকর্ড করেন। ২০০ মিটার মিডলেতে তিনি ২ মিনিট ৪৭ দশমিক ১৯ সেকেন্ড সময় নিয়ে ২০০৭ সালে ডলি আক্তারের ২ মিনিট ৪৮ দশমিক ৩৪ সেকেন্ডের রেকর্ডকে অতিক্রম করেন।

অন্যদিকে আগেরদিনের দুটি রেকর্ডের সঙ্গে দ্বিতীয় দিনে আরো একটি যোগ করেন আনসারের আরেক প্রতিযোগী সবুরা খাতুন। ৪০০ মিটার ফ্রি স্টাইলে ২০০৭ সালের নিজের গড়া রেকর্ডটিই ভেঙ্গেছেন তিনি ৫ মিনিট ১২ দশমিক ৩ সেকেন্ডে। পূর্বের রেকর্ড ছিলো ৫ মিনিট ১৬ দশমিক ৭২ সেকেন্ডের।

দিনের অপর রেকর্ড গুলির মধ্যে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাহফুজা খাতুন ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে ১ মিনিট ১৯ দশমিক ৮৫ সেকেন্ডে আগের রেকর্ড স্পর্শ করেন। ২০০৭ সালে গড়া আগের রেকর্ডটিও ছিলো তার।

রেকর্ড গড়ার দিনে শাহজাহান আলী রনিও পিছিয়ে ছিলেন না। ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে তিনি ২০০৮ সালে গড়া নিজের রেকর্ড পেছনে ফেলেছেন ১ মিনিট ৫ দশমিক ৭৪ সেকেন্ডে। আগের রেকর্ড ছিলো ১ মিনিট ৭ দশমিক ৭৬ সেকেন্ড সময়ের।  

এদিকে ১০০ মিটার বাটার ফাইয়ে (৫৯ দশমিক ৩৩ সেকেন্ড) বিকেএসপির অনিক ইসলাম, ৫০ মিটার ব্যাক স্ট্রোকে (২৯ দশমিক ৫৪ সেকেন্ড) নৌবাহিনীর রুবেল রানা, ৪০০মিটার ফ্রি স্টাইলে সেনাবাহিনীর মাহফিজুর রহমান সাগর (৪ মিনিট ৩৫ দশমিক ৩১ সেকেন্ড) এবং ২০০ মিটার ব্যক্তিগত মিডলে সেনাবাহিনীর কামাল হোসেন (২ মিনিট ১৬ দশমিক ৮০ সেকেন্ড) স্বর্ণ পদক জয় করেন।

পদক তালিকায় আনসার ৯টি স্বর্ণ ৮ টি রৌপ্য ও ২ টি ব্রোঞ্জসহ ১৯টি পদক নিয়ে শীর্ষে রয়েছে। পরের অবস্থানটি সেনাবাহিনীর। তারা ৪টি স্বর্ণ ৬টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জসহ ১২টি পদক জয় করেছে।
ব্যক্তিগত পদক তালিকায় সোনিয়া একটি রিলেসহ ৬টি স্বর্ণ পদক জয় করেন। সবুরা ও রুবেল রানা ৩টি করে স্বর্ণ জিতেছেন।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘন্টা, অক্টোবর ২৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad