ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

খেলা

দ্বিতীয় দিনটিও পিকনিক আমেজে কাটলো

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১০
দ্বিতীয় দিনটিও পিকনিক আমেজে কাটলো

কক্সবাজার: জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক হোসেন ব্যাটিং শেষে খোশগল্পে মেতে উঠেন। আরেক সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়ও তাই।

কক্সবাজারে বেশ আনন্দেই কাটছে সাবেক ক্রিকেটারদের সময়টা।

এবি ব্যাংক-সিটিসেল ওয়েকা বিচ ক্রিকেটের দ্বিতীয় আসরের দ্বিতীয় দিনটিও উৎসবের রং হারায়নি। উৎসবের আমেজে চলছে খেলা। শুক্রবার প্রথম রাউন্ডের বেশিরভাগ ম্যাচ শেষ হলেও কোন দলই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে পারেনি। তবে ক্যাভিলিয়ার্সের শেষ আটে খেলা অনেকটা নিশ্চিত। নিজেদের তিনম্যাচেই জিতেছে তারা।

ক্যাভেলিয়ার্স ও এফইউসিসি ম্যাক্সিমাসের ম্যাচটি ছিলো দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। মাত্র ৪ রানে ম্যাক্সিমাসকে হারায় ক্যাভেলিয়ার্স। প্রথমে ব্যাট করে ৬৩ রান করে ক্যাভেলিয়ার্স। বিল্লাহ ও পলাশ ২৫ রান করে তোলেন। জবাবে ৫৯ রানে ইনিংস শেষ হয়ে যায় ম্যাক্সিমাসের।

পারটেক্সের কাছে সহজেই আত্মসমর্পণ করে জোসেফাইটস। পারটেক্সেকে ২৭ রানে লক্ষ্য বেঁধে দিলে সহজেই জয় নিশ্চিত করে।

ক্যাভেলার্সের কাছে রেনেগেডস হারে যায় ১৪ রানে। ক্যাভেলার্সের ৫৭ রানের জবাবে ৪৩ রানে তাদের ইনিংস গুটিয়ে যায়। আরেক ম্যাচে এফসিসি ইউ কমনওয়েলথ ক্রিকেটারের কাছে ৩ উইকেটে হার মানে। রেনেগেডসের বিপক্ষে ৫ উইকেটে জয় পায় কমনওয়েলথ।

এছাড়া ইস্পানি ক্রিকেটার্সের কাছে ১৮ রানে হারে জি-টিম। মিলেনিয়ামকে ৫ উইকেটে হারায় র‌্যাম্বলার্স। আমরার বিপক্ষে আরেক ম্যাচে রেনেগেডস জয় পায় ২৮ রানে। অন্যান্য ম্যাচে র‌্যাম্বলার্স ৪ উইকেটে পারটেক্সকে, আমরা ১ রানে কমনওয়েলথকে, পারটেক্স ৫ উইকেটে মিলেনিয়ামকে, ক্যাভেলার্স তিন উইকেটে র‌্যাম্বলার্সকে, গ্ল্যাডিয়েটর তিন রানে ক্রিকেটার্সকে এবং এসেন রয়্যালস ১৫ রানে জি-টিমকে হারায়।

শনিবার বিচ ক্রিকেটের শেষ দিনে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল হবে।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘন্টা, অক্টোবর ২৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad