ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

খেলা

শুনানিতে নির্দোষ প্রমাণিত হব: সালমান বাট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১০
শুনানিতে নির্দোষ প্রমাণিত হব: সালমান বাট

লাহোর: “আমি বিব্রত। এমন অভিযোগ শুধু মানহানিকর নয় বরং ক্যারিয়ার ধ্বংসের জন্যও যথেষ্ট।

আমি নিশ্চিত শুনানিতে নির্দোষ প্রমাণিত হব”- স্পট ফিক্সিংয়ের দায়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে সাময়িক নিষিদ্ধ হওয়া পাকিস্তানের টেস্ট অধিনায়ক সালমান বাট এভাবেই নিজের দৃঢ়তার কথা জানালেন বার্তা সংস্থা এপিকে।

সাক্ষাৎকারে দলে ফেরার বিষয়ে সালমান বলেন,“আশা করি খুব শিগগির নিষেধাজ্ঞার বিষয়টি সুরাহা হবে। আমি দেশের হয়ে খেলতে পারব। কেননা এটাই আমার জীবনের প্রধান বিষয়। ”

বলেন,“একদিন আবার অধিনায়কত্ব ফিরে পাব। আর আমি চাই একজন ক্রিকেটার হিসেবে পাকিস্তানের হয়ে ম্যাচ জিততে। ”

গত ২ সেপ্টেম্বর আইসিসি সাময়িক নিষিদ্ধ করে সালমান বাট, পেসার মোহাম্মদ আমের ও মোহাম্মদ আসিফকে। ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টেস্টে স্পট ফিক্সিংয়ের অভিযোগ এনে বৃটিশ ট্যাবলয়েড নিউজ অব দ্য ওয়ার্ল্ড প্রতিবেদন প্রকাশ করার পর ত্রয়ীকে নিষিদ্ধ করে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি।

তবে চুপ করে বসে থাকেননি তিন ক্রিকেটার। আইসিসির নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করেন তারা। এরই মধ্যে ত্রয়ীদের একজন মোহাম্মদ আসিফ প্রত্যাহার করে নেন আপিল।

আগামী ৩০ ও ৩১ অক্টোবর দুবাইয়ে শুনানির মুখোমুখি হবেন সালমান ও আমের।

বাংলাদেশ সময়: ২১০২ ঘন্টা, অক্টোবর ২৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।