ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

খেলা

বাফুফের নতুন টেকনিক্যাল ডাইরেক্টর নিপু

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১০
বাফুফের নতুন টেকনিক্যাল ডাইরেক্টর নিপু

ঢাকা: চীনে অনুষ্ঠেয় ১৬তম এশিয়ান গেমসকে সামনে রেখে কোচ বায়েজিদ জোবায়ের নিপুকে নতুন টেকনিক্যাল ডাইরেক্টর নিয়োগ দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

দীর্ঘদিন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নিয়োগপ্রাপ্ত টেকনিক্যাল ডাইরেক্টর ছিলেন শাহিদুর রহমান সান্টু।

কিন্তু চীনের গুয়াংজুতে আগামী ১২ থেকে ২৭ নভেম্বরে অনুষ্ঠেয় এশিয়ান গেমসকে সামনে রেখে ওই পদে নতুন নিয়োগ দিলো বাফুফে।

দলের টেকনিক্যাল ডাইরেক্টর নির্ধারণ করতে বৃহস্পতিবার ডেভেলপমেন্ট কমিটির সদস্যরা এক সভায় মিলিত হন। সভায় সদস্যদের সামনে বাফুফের দুই কোচ জোবায়ের নিপু এবং সাইফুল বারী টিটুকে রীতিমতো ইন্টারভিউ দিতে হয়েছে। তাদের কাছ থেকে ফুটবলের টেকনিক্যাল বিভিন্ন বিষয় জানতে চান সদস্যরা। পরে চূড়ান্তভাবে নিপুকেই বেছে নেয় কমিটি।  

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘন্টা, অক্টোবর ২৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad