ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

খেলা

শাবিতে ‘স্পোর্টস সাস্ট-মাহা চ্যাম্পিয়ন্স লিগ’ শুরু

স্টাফ করেসপন্ডেন্ট, সিলেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১০

সিলেট: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) ফুটবল লিগ ‘স্পোর্টস সাস্ট-মাহা চ্যাম্পিয়ন্স লিগ’ শুরু হয়েছে।

বুধবার বিকাল তিনটায় চ্যাম্পিয়নস লিগের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. সালেহ উদ্দিন।



উদ্ধোধনী ম্যাচে ‘এভারগ্রিন’ ১-০ গোলে ‘চেতনা-৭১’ কে এবং দিনের অপর ম্যাচে ‘রেইস-৭১’ ২-১ গোলে ‘রিয়াল মাদ্রিদ’কে পরাজিত করে।

শাবির ক্রীড়া সংগঠন স্পোর্টস সাস্ট এ ফুটবল লিগের আয়োজন করে। লিগ আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে আছে বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডি।

মোট ১২টি দল অংশ নিয়েছে এ লিগে। গত ১২ অক্টোবর রাতে নিলামের মাধ্যমে বিভিন্ন দল খোলোয়াড়দের কিনে তাদের পছন্দের দল গঠন করে। দশ হাজার দুইশত টাকা মূল্যে লিগের দামী খেলোয়াড় হন ব্যবসায় প্রশাসন বিভাগের মো. শাহজাহান।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।