ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

খেলা

জাতীয় সাঁতার বৃহস্পতিবার শুরু

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১০
জাতীয় সাঁতার বৃহস্পতিবার শুরু

ঢাকা: ওয়ালটন ২৪তম জাতীয় সাঁতার প্রতিযোগিতা শুরু হচ্ছে বৃহস্পতিবার। পুরুষ ও মহিলা বিভাগে ১৯টি, ডাইভিংয়ে তিনটি এবং ওয়াটারপোলোসহ মোট ৪২ ইভেন্টে খেলা হবে।

স্প্রিং বোর্ড ডাইভিং ছাড়া সবগুলো ইভেন্টই হবে মিরপুর সুইমিং কমপ্লেক্সে। স্প্রিং বোর্ডের ইভেন্টটি হবে সেনাবাহিনীর ডাইভিং পুলে। ২২টি জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা, বিকেএসপি এবং সার্ভিসেস দলসহ মোট ৩২টি দলের ৩৫৫ ছেলে এবং ৮২জন মেয়ে পদকের লড়াইয়ে নামবেন।

প্রতিযোগিতার বাজেট ধরা হয়েছে সাত লাখ টাকা। পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন দিচ্ছে সাড়ে তিন লাখ টাকা। এ উপল্েয মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদ সভাকে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সুইমিংয়ের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম শাহীন, ওয়ালটনের উপ-পরিচালক এফএম ইকবাল-বিন আনোয়ারসহ ফেডারেশনের কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘন্টা, অক্টোবর ২৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।