ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

খেলা

কাকা’র কার্ড সমস্যায় উদ্বিগ্ন দুঙ্গা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৯ ঘণ্টা, জুন ২৯, ২০১০
কাকা’র কার্ড সমস্যায় উদ্বিগ্ন দুঙ্গা

জোহানেসবার্গ: হতচ্ছারা কার্ড কাকা’র পিছু ছাড়ছে না। লাল কার্ডের শাস্তি কাটিয়ে ফিরতে না ফিরতেই চিলির বিপক্ষে হলুদ কার্ড দেখতে হয়েছে।

এ নিয়ে বেশ চিন্তায় আছেন কোচ কালোর্স দুঙ্গা।


শিষ্যের এহেন সমস্যায় তিনি বলেন,“সেই গ্রুপ পর্ব থেকেই কার্ড ওর পিছু নিয়েছে। এই নিয়ে কাকার সঙ্গে আলোচনা করেছি। কারণ আমরা চাই না কার্ডের বৃত্তে আটকে পড়–ক কাকা। ”


প্রথম রাউন্ডে আইভরিকোস্টের বিপক্ষে খেলতে নেমে লাল কার্ড। পর্তুগালের সঙ্গে গ্রুপের শেষ ম্যাচটা উপভোগ করতে হলো দর্শক হয়ে।


নকআউট পর্বেও চিলির বিপক্ষে দারুণ খেলেছেন ব্রাজিলের এই প্লে মেকার। নিজে গোল না পেলেও গোল করিয়েছেন সর্তীথদের দিয়ে। রিয়াল মাদ্রিদ তারকার পারফরমেন্সে খুশি কোচ দুঙ্গা। শুধু ওই হলুদ কার্ডটি বাদ দিয়ে।  


বাংলাদেশ সময়: ১৬২২ ঘন্টা, ২৯ জুন, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।