ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

খেলা

ফ্যাবিও‘র সমর্থনে ডাউনিং স্ট্রিটে ইংলিশ পতাকা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৫ ঘণ্টা, জুন ২৮, ২০১০

লন্ডন: নকআউটে রোববার জার্মানির কাছে (৪-১) হেরে বিশ্বকাপের আসর থেকে বিদায় নিয়েছে ইংল্যান্ড। শোকে মুহ্যমান সমর্থকরা।

বিতর্কিত গোলেই ইংল্যান্ড হেরেছে এমন অভিযোগে ফিফাকে তুলোধুনো করছে ব্রিটিশ মিডিয়া।

বাদ যাননি ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুনও। অবশ্য তিনি রাগে ফেটে পড়েননি। ডাউনিং স্ট্রিটে নিজ কার্যালয়ে ইংলিশ দলের পতাকা টাঙ্গানোর নির্দেশ দিয়েছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র জানান, বিশ্বকাপে জার্মানির হারের পর সোমবার সকালে তিনি এই নির্দেশ দেন। পাশাপাশি ফ্যাবিও ক্যাপোলোর দলকে সমর্থন জানাতে নিজের বাসভবনেও ইংলিশ দলের পতাকা টাঙ্গানোর নির্দেশ দেন ক্যামেরুন।

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘন্টা, ২৮ জুন, ২০১০
সিজি/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।