ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

খেলা

ওয়েস্ট ইন্ডিজকে টপকে গেলো দ. আফ্রিকা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৩ ঘণ্টা, জুন ২৮, ২০১০

বার্বাডোস: তৃতীয় ও শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজের ২৩১ রানের জবাবে প্রথম ইনিংসে ৫৪ রানে এগিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। রোববার দ্বিতীয়দিন শেষে ছয় উইকেটে ২৮৫ রান তুলেছে প্রোটিয়াসরা।



৫৫ রান নিয়ে ব্যাট করছেন অ্যাশওয়েল প্রিন্স। অন্য ব্যাটসম্যান মার্ক বুচার অপরাজিত আছেন ৪ রানে।

কেনসিংটন ওভালে আগের দিনের ২ উইকেটে ৪৬ রান নিয়ে খেলতে নামেন দুই অপরাজিত ব্যাটসম্যান গ্রায়েম স্মিথ ও পল হ্যারিস।

কিন্তু শুরুটা ভাল হয়নি। এদিন ১৪ রান যোগ হতেই ব্রেন্ডন বেসের বলে ক্রিস গেইলের হাতে ধরা পড়েন হ্যারিস ব্যক্তিগত ১১ রানে।

অধিনায়ক স্মিথ জুটি বাধেন জ্যাক ক্যালিসের সঙ্গে। ৬২ রান করে আলাদা হন তারা। সুলেইমান বেনের বলে রিচার্ডের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন স্মিথ ব্যক্তিগত ৭০ রানে। এরপর একই বোলারের বলে সরাসরি বোল্ড হন ক্যালিস (৪৩ রানে)।

তবে এবি ডি ভিলিয়ার্স ও অ্যাশওয়েল প্রিন্সের একনিষ্ঠ ব্যাটিংয়ের সুবাদে বড় স্কোরের পথে এগিয়ে যেতে থাকে প্রোটিয়াসরা। এই জুটিতে আসে ১৬২ রান। জুটি ভাঙ্গে ২৭৯ রানে। বেনের বলে ফিরে যান ভিলিয়ার্স ৭৩ রানে।

তিনটি উইকেট নেন সুলেইমান বেন, ৫৯ রানে। এছাড়া একটি করে উইকেট নেন কেমার রোচ ও ব্রেন্ডন বেন।

তিন সিরিজের টেস্টে ২-০ তে এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা।

বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘন্টা, ২৮ জুন, ২০১০
সিজি/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad