ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

খেলা

কমনওয়েলথ গেমসে বাংলাদেশের প্রথম পদক শ্যুটিংয়ে

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০২ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১০
কমনওয়েলথ গেমসে বাংলাদেশের প্রথম পদক শ্যুটিংয়ে

ঢাকা: দিল্লি কমনওয়েলথ গেমসে পদক পেলো বাংলাদেশ। মঙ্গলবার ১০ মিটার এয়ার রাইফেলসের দলগত শ্যুটিং থেকে ব্রোঞ্জ জিতেছেন আসিফ হোসেন খান ও আব্দুল্লাহ হেল বাকি।



১১৭৩ স্কোর তুলে তৃতীয় হন তারা। ২০০২ সালে ম্যানচেস্টার কমনওয়েলথ গেমসে স্বর্ণ জয়ী আসিফ স্কোর তুলেছেন ৫৯০। অবশ্য বাকি দিল্লির রেঞ্জে খুব একটা সুবিধা করতে পারেননি। ৫৮৩ স্কোর করেছেন তিনি।

পদক লড়াইয়ে বাংলাদেশের মূল প্রতিদ্বন্দ্বীতা হয়েছে ইংল্যান্ডের সঙ্গে। আসিফদের চেয়ে মাত্র একটি স্কোর (১১৭৪ স্কোর) বেশি তুলে রৌপ্য জেতে ইংলিশরা।

এই ইভেন্টে স্বর্ণ জিতেছে স্বাগতিক ভারত। তাদের স্কোর হয়েছে ১১৯৩।

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘন্টা, অক্টোবর ০৫, ২০১০
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।