ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

খেলা

বাজারে টিকিট নেই

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১০
বাজারে টিকিট নেই

ঢাকা: বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম ওয়ানডেতে দর্শকদের জন্য ১০ হাজার টিকিট বাজারে ছেড়েছিলো ক্রিকেট বোর্ড। খেলার আগের দিনই সব টিকিট বিক্রি হয়ে গেছে।

চাইলেও অতিরিক্ত টিকিট ছাড়তে পারছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেট পাগল দর্শকদের জন্য এটা হতাশার খবর।

বিসিবির মিডিয়া বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস সোমবার বাংলানিউজকে বলেন,“মিরপুর স্টেডিয়ামে বিশ্বকাপের কাজ চলায় আমাদের পক্ষে এবার খুব বেশি টিকিট বাজারে ছাড়া সম্ভব হয়নি। যতগুলো ছাড়া হয়েছিলো তা সোমবার বিক্রি হয়ে গেছে। অনেকেই হয়তো খেলা দেখতে পারবে না। বেশি টিকিট ছাপাতে না পারায় বিসিবির পক্ষ থেকে দর্শকদের কাছে আমরা দুঃখ প্রকাশ করছি। ”

রোববার টিকিটি বিক্রি শুরু করে বিসিবি। টিকিটের মূল্য কম হওয়ায় সোমবার সন্ধ্যার আগেই সবগুলো টিকিট দর্শকরা কিনে নিয়েছেন বলে জালাল ইউনুস জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘন্টা, অক্টোবর ০৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।