ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

বিসিবি সভাপতির সঙ্গে সিডন্সের বিশ্বকাপ পরিকল্পনা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১০
বিসিবি সভাপতির সঙ্গে সিডন্সের বিশ্বকাপ পরিকল্পনা

ঢাকা: রাত পোহালেই বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম ওয়ানডে শুরু। খেলার আগের দিনও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতির আলোচনায় ফিরে ফিরে এলো বিশ্বকাপ।

হোম সিরজ এখন বিশ্বকাপেরই প্রস্তুতি মঞ্চ।   

বিসিবি সভাপতি আ হ ম মোস্তফা কামাল জাতীয় দলের প্রধান কোচ, গ্রাউন্ডস কামিটিসহ বেশ কয়েকটি বিভাগের শীর্ষ কর্তাদের সঙ্গে আলোচনায় বসেছিলেন। উদ্দেশ ছিলো বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলের কার্যক্রম নিয়ে পরিকল্পনা জেনে নেওয়া।

প্রধান কোচ জেমি সিডন্স বোর্ড সভাপতিকে নিজের পরিকল্পনা জানিয়েছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ শেষে ঢাকা প্রিমিয়ার ক্রিকেটে জাতীয় দলের ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়ে আপত্তি নেই সিডন্সের। তবে শর্ত জুড়ে দিয়েছেন, প্রতি ম্যাচের ফাঁকে জাতীয় দলের খেলোয়াড়দের জন্য অন্তত তিনদিনের বিরতি চেয়েছেন তিনি।

বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস সোমবার বাংলানিউজকে জানান, সভাপতি সিডন্সের দাবির সঙ্গে একমত হয়েছেন। প্রিমিয়ার লিগের খেলার সূচি সেভাবেই তৈরির জন্যও পরামর্শ দিয়েছেন তিনি।

জালাল ইউনুস বলেন,“প্রতিটি ম্যাচের ফাঁকে তিন দিনের বিরতি রেখে সূচি তৈরির জন্য শিগগিরই সিসিডিএম কর্মকর্তারা কাবগুলোর সঙ্গে আলোচনায় বসবে। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হবে লিগের ফর্মেট নিয়ে। অবশ্য দীর্ঘ সময় ধরে লিগ চালানো যাবে না। সহজ কোন সমাধান খুঁজে বের করতে হবে। ”

কাবগুলো রাজি থাকলে এবার সিঙ্গেল লিগ আয়োজন করতে পারে বিসিবি। অন্যথায় দুই ভাগে হবে প্রিমিয়ার ক্রিকেট। প্রথম রাউন্ডের খেলা হবে বিশ্বকাপের আগে। দ্বিতীয় রাউন্ডের খেলা হবে আগামী বছর এপ্রিল-মে মাসে।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘন্টা, অক্টোবর ০৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।