ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

খেলা

মেয়েদের টি-টোয়েন্টিতে ঢাকা ও খুলনার জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১০

ঢাকা: মেয়েদের জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টিতে রোববার জয় পেয়েছে খুলনা ও ঢাকা বিভাগ।

সিলেট বিভাগীয় স্টেডিয়ামে খুলনা ১৩ রানে হারিয়েছে রাজশাহী বিভাগকে।

আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১০৮ রান তোলে। ব্যক্তিগত সর্বোচ্চ সালমা খাতুনের ৩৯ রান। এছাড়া রুমানা আহমেদ ৩০ ও শুকতারা রহমান ১৬ রান করেন।

জবাবে ২০ ওভারে ৮ উইকেটে ৯৫ রান তুলতে সমর্থ হয় রাজশাহী বিভাগ। সর্বোচ্চ ১৮ রান করেন ফারজানা হক।

এদিকে ঢাকা ২৬ রানে হারিয়েছে বরিশালকে। আয়শা আক্তারের অপরাজিত ৪১ ও শারমিন আক্তারের ১৬ রানের ইনিংসে ভর করে ৬ উইকেটে ১০৩ রান তোলে ঢাকা বিভাগ। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ৭৭ রান করতে পারে বরিশাল।

বাংলাদেশ সময়: ২২১৯ ঘন্টা, অক্টোবর ০৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।