ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

খেলা

সোমবার শুরু জাতীয় লিগ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১০
সোমবার শুরু জাতীয় লিগ

ঢাকা: দ্বাদশ জাতীয় ক্রিকেট লিগ সোমবার থেকে মাঠে গড়াচ্ছে। দুই ভাগে হচ্ছে এবারের প্রথম শ্রেণীর ক্রিকেট।

প্রথম পর্বের খেলা চলবে ১ নভেম্বর পর্যন্ত। শীর্ষ চারের খেলা হবে ২০১১ সালের বিশ্বকাপের পরে।

উদ্বোধনী দিনে খেলা হবে তিনটি ভেন্যুতে। যশোর জেলা স্টেডিয়ামে রাজশাহী বিভাগ খেলবে সিলেট বিভাগের বিপক্ষে। বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে চট্টগ্রাম মুখোমুখি হবে বরিশালের। এছাড়া রাজশাহী স্টেডিয়ামে ঢাকা বিভাগ খেলবে খুলনার বিপক্ষে।

মঙ্গলবার থেকে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার একদিনের ক্রিকেট সিরিজ থাকায় জাতীয় দলের ক্রিকেটাররা প্রথম শ্রেণীর ক্রিকেট খেলতে পারছেন না। তবে ওয়ানডে সিরিজের জন্য নির্বাচিত অতিরিক্ত ক্রিকেটাররা জাতীয় লিগে খেলছেন।

বাংলাদেশ সময়: ২১৪১ ঘন্টা, অক্টোবর ০৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।