ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

খেলা

শিরোপা স্বপ্ন নিয়েই জাপান যাচ্ছেন গলফাররা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, অক্টোবর ২, ২০১০

ঢাকা: সিদ্দিকুরের ব্রুনাই ওপেন জয়ের পর গলফ নিয়ে স্বপ্ন দেখাচ্ছেন অ্যামেচার গলফাররাও। জাপানের টোকিওতে অনুষ্ঠেয় এশিয়ান অ্যামেচার চ্যাম্পিয়নশিপে শিরোপা জয়ের স্বপ্ন নিয়েই রোববার দেশ ছাড়ছেন তিন গলফার সোহেল, দুলাল ও জাকির।

প্রতিযোগিতা উপলক্ষে শনিবার বাংলাদেশ গলফ ফেডারেশনের আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিন গলফারই ভালো ফলাফলের প্রতিশ্রুতি দেন। তিন প্রতিযোগীর মধ্যে আগের বার সবচেয়ে ভালো করেছিলেন শাখাওয়াত হোসেন সোহেল। ৩০তম স্থান পেয়েছিলেন তিনি। তবে এবার আত্মবিশ্বাসী সোহেল,“গতবার পারিনি। এবার আশা রাখছি ভালো ফলাফল করতে করবো। আগের চেয়ে এবার প্রস্তুতি ভালো হয়েছে। শিরোপার জন্যই লড়বো। ”

১১তম এসএ গেমসে স্বর্ণজয়ী দুলাল হোসেনেরও স্বপ্ন এশিয়ান অ্যামেচার চ্যাম্পিয়নশিপের শীর্ষস্থান। বলেন,“ভালো খেলাটাই মূল লক্ষ্য। আশা রাখি ভালো কিছু হবে। ”

গলফারদের মতো এতটা স্বপ্ন দেখেন না ফেডারেশনের কর্মকর্তারা। সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের ম্যানেজার কর্নেল শওকত আলী (অব.) বলেন, ‘গত আসরে সোহেল ৩০তম পজিশনে ছিলো। এবার দলের প্রস্তুতি ভালো। তারা দশের মধ্যে থাকতে পারলেই আমরা খুশি। ’

গলফ ফেডারেশনের মহাসচিব ব্রিগেডিয়ার জেনারেল মির্জা বাকের সারওয়ার আহমেদও সাফল্যের ব্যাপারে আশাবাদী। তার মতে,‘‘ওরা অনুশীলনে প্রচুর সময় দিচ্ছে। আমার বিশ্বাস এশিয়ান অ্যামেচার চ্যাম্পিয়নশিপে এ দলটি ভালো কিছু করে দেখাতে পারবে। ”

এশিয়ার প্রায় সবগুলো দেশের গলফাররা অংশ নিচ্ছে অ্যামেচাররা এই টুর্নামেন্টে। এই টুর্নামেন্টের শীর্ষ ৬০ জন খেলোয়াড়কে পরবর্তী রাউন্ডে খেলার সুযোগ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২২১৩ ঘন্টা, অক্টোবর ০২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।