ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

খেলা

স্পট ফিক্সিং কেলেঙ্কারির জন্য দায়ী পিসিবি: আকরাম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, অক্টোবর ১, ২০১০
স্পট ফিক্সিং কেলেঙ্কারির জন্য দায়ী পিসিবি: আকরাম

করাচি: ইংল্যান্ড সফরে আলোচিত স্পট ফিক্সিংয়ের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)’র দুর্বল ব্যবস্থাপনাকেই  দায়ী করলেন দেশটির সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম ও রমিজ রাজা।

ক্রিকেট দুনিয়ায় ঝড় তোলা ওই ঘটনা নিয়ে খেলোয়াড়দের দায়ী করতে রাজি নন আকরাম।

বরং সঠিক নেতৃত্ব না থাকার অভিযোগ তুলেছেন বোর্ডের প্রতি। তিনি বলেন,“পাকিস্তান ক্রিকেট দলে নেতৃত্বের কোন ঘাটতি নেই। বরং  নেতৃত্বের অভাব আছে বোর্ডের মধ্যে। ”

ইংল্যান্ডে কঠিন সফর নিয়ে বোর্ডের যথাযথ ধারণা এবং প্রস্তুতি থাকা উচিত ছিলো। আর টিম ম্যানেজমেন্টকে যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে আগে থেকেই বলা দরকার ছিলো মনে করেন আকরাম।

বোর্ডের সমালোচনা করলেও ওয়ানডে দলের অধিনায়ক শহীদ আফ্রিদির প্রশংসা করেছেন ওয়াসিম ও রমিজ উভয়েই। বলেন, কঠিন পরিস্থিতিতে দলকে টেনে ওঠানো এবং খেলোয়াড়দের উজ্জীবিত করার মধ্যদিয়ে আফ্রিদি নিজের যোগ্যতার প্রমাণ রেখেছেন। এছাড়া দলের ড্রেসি রুমের পরিবেশ ভালো করতেও ভূমিকা রেখেছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘন্টা, অক্টোবর ০১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।