ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

খেলা

ওয়াটসনের শতকে বড় স্কোরের পথে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, অক্টোবর ১, ২০১০
ওয়াটসনের শতকে বড় স্কোরের পথে অস্ট্রেলিয়া

চণ্ডিগড়: ভারতের বিপক্ষে প্রথম টেস্টের প্রথমদিন শেষে শেন ওয়াটসনের শতকে পাঁচ উইকেটে ২২৪ রান তুলেছে সফরকারী অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ২২৪/৫ (ওভার ৯০)

মোহালিতে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি অসিদের।

দলীয় ১৩ রানের মাথায় জহির খানের বলে এলবিডব্লুয়ের ফাঁদে পড়েন ওপেনার সিমন ক্যাটিচ (৬)। ক্যাটিচের বিদায়ের পর অধিনায়ক রিকি পন্টিং ও উদ্বোধনী ব্যাটসম্যান শেন ওয়াটসনের দায়িত্বশীল ব্যাটিংয়ে বিপদ সামলে উঠে সফরকারীরা।

পন্টিং ও ওয়াটসনের দ্বিতীয় উইকেট জুটিতে সংগ্রহ হয় ১৪১ রান। জুটি ভাঙ্গে দলীয় ১৫৪ রানে। রান আউট হয়ে সাজঘরে ফেরেন পন্টিং (৭১)। ১০টি চারের সাহায্যে এ রান করেন তিনি। এরপর মাইকেল কার্ক ১৪, মাইকেল হাসি ১৭ ও মাকুর্স নর্থ শূন্য রানে বিদায় নিলে ২২৪ রানে দিন শেষ করে অস্ট্রেলিয়া।

১০১ রানে অপরাজিত আছেন শেন ওয়াটসন। ১ রান নিয়ে সঙ্গে আছেন টিম পাইন। আটটি চার দিয়ে নিজের ইনিংসটি সাজিয়েছেন ওয়াটসন।

জহির খান তিনটি উইকেট নেন ৪৫ রানে। এছাড়া একটি উইকেট নেন হরভজন সিং।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘন্টা, অক্টোবর ০১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।