ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

খেলা

সোনার জুতা জিতলেন মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, অক্টোবর ১, ২০১০
সোনার জুতা জিতলেন মেসি

বার্সেলোনা: ইউরোপীয় ঘরোয়া লিগে গত মৌসুমে সর্বোচ্চ গোল করায় সোনার জুতা জিতেছেন আর্জেন্টাইন তারকা খেলোয়াড় লিওনেল মেসি।

এর আগে ফিফা’র বর্ষসেরা খেলোয়াড় এবং ইউরোপীয় সেরা হিসেবে সোনার বল জিতেছেন।

এবার সোনার জুতা জয়ের মধ্যদিয়ে ব্যক্তিগত সেরা তিনটি পুরস্কারই জিতলেন ২৩ বছর বয়সী এই ফুটবলার।

বৃহস্পতিবার জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানে মেসির হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। স্পেনের লা লিগায় গত মৌসুমে ৩৪ গোল করেন এই আর্জেন্টিনা স্ট্রাইকার।

এ পুরস্কার জয়ের মাধ্যমে মেসি নেদারল্যান্ডসের মার্কো ফন বাস্তেন, ব্রাজিলের রোনালদো এবং রিয়াল মাদ্রিদের তারকা খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদোদের নিয়ে গড়া এলিট কাবের সদস্য হলেন।

রোনালদোর পর বার্সেলোনার দ্বিতীয় খেলোয়াড় হিসেবেও এই গৌরব অর্জন করলেন মেসি। ১৯৯৬ ও ’৯৭ মৌসুমে রোনালদো ৩৪টি গোল করেছিলেন।

বাংলাদেশ সময়: ১৮২৪ঘন্টা, অক্টোবর ০১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।