ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

খেলা

বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখছেন রোনালদো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৮ ঘণ্টা, জুন ২৬, ২০১০

জোহানেসবার্গ: এখনো নকআউট পর্ব বাকি। অথচ শিরোপার স্বপ্ন দেখছেন পর্তুগাল স্ট্রাইকার ক্রিস্টিয়ানো রোনালদো।

এক সাক্ষাতকারে নিজের লক্ষ্যের কথা জানান পর্তুগাল অধিনায়ক।


নকআউট পর্বে বুধবার কেপ টাউনে ‘জি’ গ্রুপের রানার্সআপ পর্তুগাল মুখোমুখি হবে ‘এইচ’ গ্রুপ চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে।


গ্রুপ পর্বের শেষ ম্যাচে শক্তিশালী ব্রাজিলের সঙ্গে গোলশূন্য ড্র করায় সন্তুষ্টি প্রকাশ করে রোনালদো বলেন,“ড্র-ই সঠিক ফলাফল। দু’দলের জন্যই অনেক সুযোগ তৈরি হয়েছে। সুতরাং আমি মনে করি ড্র-টাই ঠিক আছে। ”


রোনালদোর এখন স্বপ্ন কেবল সাফল্যের সঙ্গে পুরো বিশ্বকাপ শেষ করা। তিনি বলেন,“আমার বিশ্বাস আমি আরো কিছু দিতে পারবো। আমরা দ্বিতীয় পর্বে এসেছি। যেই সামনে আসুক জেতার চেষ্টা করবো। ”


বাংলাদেশ সময়: ২১৩৮ ঘন্টা, ২৬ জুন, ২০১০
এসএফএম/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।