ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

প্রবাসে বাংলাদেশ

কানাডা থেকে নূর চৌধুরীকে ফেরত পাঠানোর দাবি 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২১ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৮
কানাডা থেকে নূর চৌধুরীকে ফেরত পাঠানোর দাবি  খুনি নূর চৌধুরী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি নূর চৌধুরীকে ফেরত পাঠানোর দাবি করেছে অস্ট্রেলিয়া আওয়ামী লীগ। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর কাছে স্মারকলিপি পাঠিয়ে এ দাবি জানিয়েছেন তারা।  

জাতীয় শোক দিবস ২০১৮ এর মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (৩০ আগস্ট) ইমেইলে স্মারকলিপি পাঠিয়ে এ দাবি জানায় অস্ট্রেলিয়া আওয়ামী লীগ।  

মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) ইমেইল প্রাপ্তি স্বীকার করেছে কানাডার প্রধানমন্ত্রী কার্যালয়।

কার্যালয়ের এক্সিকিউটিভ অফিসার এম ব্রেডসন ইমেইলের জবাবও দিয়েছেন।  

ব্রেডসন ফিরতি ইমেইলে জানিয়েছেন, অস্ট্রেলিয়া আওয়ামী লীগের স্মারকলিপি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হচ্ছে। এটি রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ মন্ত্রণালয়ের মন্ত্রী ডি হুসেনের কাছে পাঠানো হয়েছে।

অস্ট্রেলিয়া আওয়ামী লীগের স্মারকলিপিটি স্বাক্ষর করেছেন সাধারণ সম্পাদক আবুল হাসনাত মিলটন ও নিউ সাউথ ওয়েলস আওয়ামী লীগের সভাপতি শিমুল ফারুক রবিন।  

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৮
এএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।