ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

প্রবাসে বাংলাদেশ

কাতারের কাছে ৩-০ গোলে হারলো বাংলাদেশ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৭
কাতারের কাছে ৩-০ গোলে হারলো বাংলাদেশ বাংলাদেশ-কাতার ফুটবল ম্যাচ/ছবি: বাংলানিউজ

কাতার: কাতারে অনুষ্ঠিত ফিফা প্রীতি ম্যাচে কাতারের অলিম্পিক ফুটবল দলের কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (১৩ জুলাই) স্থানীয় সময় রাত ৮টায় আলসাদে জাসেম বিন হামাদ স্টেডিয়ামে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।

খেলা চলাকালে ১৩ মিনিটে কাতারের পক্ষে প্রথম গোলটি করেন আকরাম আফিফ।

প্রথমার্ধে ৩৮ মিনিটে কাতারের দল থেকে দ্বিতীয় গোল করেন আহমদ আসসাদি। দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে কাতারের পক্ষে তৃতীয় গোল করেন উমর আলইমাদি। এক মিনিট অতিরিক্ত সময় দিয়ে ৯১ মিনিটে ম্যাচ শেষে শূন্য হাতে মাঠ ছাড়ে বাংলাদেশ দল।

খেলা দেখতে কাতারের বিভিন্ন শহর থেকে স্টেডিয়ামে ভিড় করেন অনেক বাংলাদেশি দর্শক। প্রবাসী ব্যান্ডদলের ঢোল-তবলা ও বাঁশির অবিরাম সুর আর জাতীয় পতাকা হাতে হাজারো দর্শকের স্লোগানে পুরোটা সময় বাংলাদেশের পক্ষে মেতে থাকে আলসাদ স্টেডিয়াম।

খেলার বিরতিতে কাতারের জাতীয় দল পরিচালনা কমিটির প্রধান কর্মকর্তা আহমদ আল আব্বাসি কাতারে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত আসুদ আহমদকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

বুধবার (১২ জুলাই) দুপুরের পর ৩টায় কাতারে এসে পৌঁছায় বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। বাফুফের সাতজন কর্মকর্তাসহ মোট ৩০ জনের এই দল নেপাল থেকে দোহায় আসে। ১৫ জুলাই তারা জর্ডান হয়ে ফিলিস্তিনে এএফসি কাপের খেলায় অংশ নেবে।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad