ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

প্রবাসে বাংলাদেশ

ভিয়েনায় উদযাপিত হলো বাংলা নববর্ষ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫২ ঘণ্টা, মে ১৮, ২০১৭
ভিয়েনায় উদযাপিত হলো বাংলা নববর্ষ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় উদযাপিত হলো বাংলা নববর্ষ

আলোচনা সভা, বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় উদযাপিত হলো বাংলা নববর্ষ-১৪২৪।

১৩ মে শনিবার আমরা ক’জনা’র উদ্যোগে প্রবাসী বাংলাদেশিরা এ আয়োজন করেন।

অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটির সদস্য ছাড়াও প্রচুর সংখ্যক অস্ট্রিয়ান অংশ নেন।



আলোচনায় অংশ নেন অনুষ্ঠানের আয়োজক ইয়াসিম মিয়া বাবু, হাফিজুর রহমান খন্দকার, সাইফুল কবির প্রমুখ।

পরে বিশেষ সঙ্গীতানুষ্ঠানে অংশ নেন জার্মান প্রবাসী বিশিষ্ট শিল্পী ও জার্মান বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কনা ইসলাম। তিনি লোক সংগীত ও বাংলা ফোক গানের ইন্দ্রজালে হলভর্তি শ্রোতাকে মোহিত করেন।

এক পর্যায়ে ভিয়েনায় বসবাসকারী বাংলাদেশি পরিবারের সদস্যরা নিজস্ব প্রযোজনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শক মাতান। শিশু-কিশোররা অপূর্ব নৃত্যকলা ও সাঙ্গীতিক মূর্ছনায় দূর প্রবাসে স্বদেশের মায়াময় আবহ তৈরি করে। শিল্পী ও দর্শকরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশজ সংস্কৃতি লালন করার শপথ নেন।

আগামী প্রজন্মকে বাংলা ভাষা ও সংস্কৃতির ঐতিহ্যে আলোকিত করার প্রত্যয়ে শেষ হয় দীর্ঘ অনুষ্ঠান।

অনুষ্ঠানে সার্বিক পৃষ্ঠপোষকতা দেয় স্থানীয় আমরা ক'জনা সংগঠনের প্রতিষ্ঠাতা ইয়াছিম মিয়া বাবু, হাফিজুর রহমান খন্দকার।     

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, মে ১৮, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।