ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

বাহরাইন

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হতে হবে 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৭
দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হতে হবে  বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান-ছবি-বাংলানিউজ

বাহরাইন: জঙ্গিবাদ ও দুর্নীতিমুক্ত স্বনির্ভর বাংলাদেশ গড়তে প্রবাসীদের ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব.) কে এম মমিনূর রহমান।

রোববার (২৬ মার্চ) বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশের স্বাধীনতা দিবসের উদযাপন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।  

স্থানীয় সময় সকাল ৯টায় মানামা বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান শুরু হয়।

 

অনুষ্ঠানে দূতাবাসের মিনিস্টার মেহেদী হাসান, প্রথম সচিব (শ্রম) শেখ মো. তৌহিদুল ইসলাম ও কমিউনিটির নেতারা উপস্থিত ছিলেন।

জাতীয় পতাকা উত্তোলনের সময় বাংলাদেশের জাতীয় সংগীত বাজানো হয়। পতাকা উত্তোলন শেষে স্বাধীনতাযুদ্ধে শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।  

অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াত করেন দূতাবাসের জনকল্যাণ প্রতিনিধি তাজ উদ্দীন সিকান্দার।
এরপর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন মিনিস্টার মেহেদী হাসান ও দূতাবাসের প্রথম সচিব (শ্রম) শেখ মো. তৌহিদুল ইসলাম।

বীর শহীদদের আত্মার শান্তি কামনা এবং দেশ, জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।  

অনুষ্ঠানে বাহরাইনের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, আঞ্চলিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতকর্মীরা উপস্হিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৭
আরআর/বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।