Alexa
ঢাকা, রবিবার, ১০ বৈশাখ ১৪২৪, ২৩ এপ্রিল ২০১৭
bangla news
symphony mobile

বাহরাইনে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবসের চিত্রাঙ্কন

বাহরাইন করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-০৩-১৮ ১:৩৫:১০ এএম
বাহরাইনে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবসে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

বাহরাইনে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবসে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

বাহরাইন: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মদিন ও শিশু দিবস উপলক্ষে শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে বাহরাইনের বাংলাদেশ দূতাবাস।

শুক্রবার (১৭ মার্চ) বিকেল ৩টায় বাহরাইনের বাংলাদেশ দূতাবাস চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন কর‍া হয়।

প্রতিযোগিতায় বাহরাইনের বিভিন্ন স্কুল থেকে বাংলাদেশের প্রকৃতি, ঐতিহাসিক স্থান ও স্থাপনা বিষয়ে চারটি ক্যাটাগরিতে মোট ৭৩ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।

বাংলাদেশ  দূতাবাস আয়োজিত এ প্রতিযোগিতায় শিশুদের চিত্রাঙ্গন পরিদর্শন করেন দূতাবাসের মিনিস্টার মেহেদী হাসান ও প্রথম সচিব (শ্রম ) শেখ মো. তৌহিদুল ইসলাম।

প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন বাহরাইনের কিংডম বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ডিন স্থাপত্যবিদ মাহবুবুর রহমান, বাহরাইন বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ও স্থাপত্যবিদ ফারিয়াল খান ও স্থাপত্যবিদ মুমিন খন্দকার।

২৬ মার্চ বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হবে।

বাংলাদেশ সময়: ০১৩৬ ঘণ্টা, মার্চ ২০১৭
এএটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

You May Like..