Alexa
ঢাকা, রবিবার, ১২ চৈত্র ১৪২৩, ২৬ মার্চ ২০১৭
bangla news
symphony mobile

আমিরাতে জাতীয় পতাকা অবমাননা করলে ৬ মাসের জেল

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬-১১-০৪ ১০:৪৬:৫৭ এএম

সংযুক্ত আরব আমিরাতের যে কোনো উৎসব উদযাপনের সময় হাতের পতাকা মাটিতে ফেলে দিলে অথবা পড়ে গেলে ছয় মাসের জেল এবং ১ হাজার দিরহাম জরিমানা দিতে হবে।

দুবাই: সংযুক্ত আরব আমিরাতের যে কোনো উৎসব উদযাপনের সময় হাতের পতাকা মাটিতে ফেলে দিলে অথবা পড়ে গেলে ছয় মাসের জেল এবং ১ হাজার দিরহাম জরিমানা দিতে হবে।

সম্প্রতি দেশটির কালচারাল অ্যান্ড নলেজ ডেভেলপমেন্ট মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে দেশবাসীকে জাতীয় পতাকা ব্যবহারে সাবধান হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, যদি কোনো ব্যক্তি জনসম্মুখে কেন্দ্রীয় পতাকা ফেলে দেয়, পতাকার ক্ষতি করে কিংবা অন্য কোনোভাবে পতাকার অবমাননা করে তবে তাকে জরিমানা দিতে হবে।

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৬
এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

You May Like..