[x]
[x]
ঢাকা, সোমবার, ৬ অগ্রহায়ণ ১৪২৪, ২০ নভেম্বর ২০১৭

bangla news

কাগতিয়া মাদ্রাসার এনামী জলসা ১২ নভেম্বর

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬-১০-৩০ ৯:৪১:০৮ এএম

কাগতিয়া এশাতুল উলুম কামিল এম এ মাদ্রাসার ৮৫তম এনামী জলসা আগামী ১২ নভেম্বর (শনিবার) অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে স্থানীয় সময় শনিবার (২৯ অক্টোবর) বিকেল ৩টায় মাদ্রাসার শিক্ষক মিলনায়তনে...

চট্টগ্রাম: কাগতিয়া এশাতুল উলুম কামিল এম এ মাদ্রাসার ৮৫তম এনামী জলসা আগামী ১২ নভেম্বর (শনিবার) অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে স্থানীয় সময় শনিবার (২৯ অক্টোবর) বিকেল ৩টায় মাদ্রাসার শিক্ষক মিলনায়তনে পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক মুহাম্মদ ফোরকান মিয়ার সভাপতিত্বে চূড়ান্ত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
 
আয়োজন সুন্দর ও সুচারুপে বাস্তবায়নের লক্ষ্যে গঠিত বিভিন্ন পরিষদের আহ্বায়করা নিজ নিজ পরিষদের গৃহীত কর্মসূচিগুলো সভায় উপস্থাপন করেন।

এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ আল্লামা মুহাম্মদ বদিউল আলম আহমদী, আল্লামা কাজী মুহাম্মদ আনোয়ারুল আলম ছিদ্দিকী, আল্লামা মুহাম্মদ মমতাজুল হক নূরী, আল্লামা মুহাম্মদ আশেকুর রহমান, মুনিরীয়া যুব তবলীগ কমিটির কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক মুহাম্মদ তসলিম উদ্দিন, অধ্যাপক মুহাম্মদ জাহাঙ্গীর আলম, মুহাম্মদ শহিদুল্লাহ, মুহাম্মদ জালাল উদ্দীন, মুহাম্মদ আব্দুল মোমেন প্রমুখ।

সবশেষে এনামী জলসার সফলতা কামনা করে আল্লাহর দরবারে মুনাজাতের মাধ্যমে প্রস্তুতি সভা সম্পন্ন হয়।

বাংলাদেশ সময়: ০৯৩৫ ঘণ্টা, আক্টোবর ৩০, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

প্রবাসে বাংলাদেশ বিভাগের সর্বোচ্চ পঠিত

FROM AROUND THE WEB
Loading...
Alexa