ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

আরব-আমিরাত

আমিরাতে পবিত্র আশুরা পালিত

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৬
আমিরাতে পবিত্র আশুরা পালিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দুবাই: যথাযথ ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে সংযুক্ত আরব আমিরাতে পবিত্র আশুরা পালিত হয়েছে।

সোমবার (১০ অক্টোবর) দিনগত রাতে আশুরা পালিত হয়।

ওইদিন সূর্যাস্তের সঙ্গে সঙ্গে পবিত্র আশুরা উপলক্ষে আমিরাতের দুবাই, আবুধাবি, আজমান, ফুজাইরাহ, শারজাহ, রাস আল-খাইমাহ ও উম্মে আল-কাইওয়াইনের মসজিদে মসজিদে দোয়া ইবাদতে অংশ নেন বাংলাদেশ, পাকিস্তান, ভারতসহ বিভিন্ন দেশের প্রবাসীরা।

নফল নামাজ, জিকির, পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে বিনম্র প্রার্থনা করেন মুসল্লিরা। এ সময় অনেকে শেষ রাতে সেহেরি খেয়ে নফল রোজা রাখেন।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৬
আরআইএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।