ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

আরব-আমিরাত

আমিরাতে বঙ্গবন্ধু স্মৃতি সংসদের শোক সভা

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫২ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৬
আমিরাতে বঙ্গবন্ধু স্মৃতি সংসদের শোক সভা

রাস আল-খাইমাহ: সংযুক্ত আরব আমিরাত বঙ্গবন্ধু স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদৎ বার্ষির্কী ও ২১ শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) রাস আল-খাইমাহ গ্রান্ড হোটেল হল রুমে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন, আমিরাত বঙ্গবন্ধু স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন ভুইঞা।

কমিটির সাংগঠনিক সম্পাদক মমিন মুন্সির পরিচালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আমিরাত বঙ্গবন্ধু স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহাম্মদ সেলিম উদ্দিন চৌধুরী। প্রধান বক্তা ছিলেন- রাস আল-খাইমাহ বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক জাফর চৌধুরী।

সভার শুরু আগে কোরআন তেলাওয়াত করেন- বঙ্গবন্ধু স্মৃতি সংসদ জুলফার শাখার সাধারণ সম্পাদক নুরুল হুদা।

সভায় বিশেষ অতিথি ছিলেন- রাস আল-খাইমাহ আওয়ামী যুবলীগের সভাপতি প্রকৌশলী সবোছ চৌধুরী, বঙ্গবন্ধু স্মৃতি সংসদের আল দাহান শাখার উপদেষ্টা মুহাম্মদ জসিম উদ্দিন, আমিরাত আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জি এম রাজু, বঙ্গবন্ধু স্মৃতি সংসদের আল দাহান শাখার সভাপতি নুরুল আলম।

বাংলাদেশ সময়: ১১৪৭ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৬
বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।