ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

বাহরাইন

‌‘মানুষ ও গণতন্ত্র এখন মহাসংকটে'

মোসাদ্দেক হোসেন সাইফুল, বাহরাইন করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
‌‘মানুষ ও গণতন্ত্র এখন মহাসংকটে' ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাহরাইন: দেশের মানুষ ও গণতন্ত্র এখন মহাসংকটে রয়েছে বলে মন্তব্য করেছেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির আহ্বায়ক আহমেদ আলী মুকিব।

শুক্রবার (৮ জানুয়ারি) স্থানীয় সময় রাত ৮টায় বাহরাইনের মানামার একটি হোটেলে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে এ সভার আয়োজন করে বাহরাইন বিএনপি।

আহমেদ আলী মুকিব বলেন, দেশের মানুষ ও গণতন্ত্র আজ মহাসংকটে। আওয়ামী লীগ সরকার জুলুম-নির্যাতন-নৈরাজ্য সৃষ্টি করে দেশে প্রায় একনায়কতন্ত্র কায়েম করেছে। এখন দেশের মানুষের জান-মালের নিরাপত্তা নেই।

তিনি জাতির এ ‘সংকটময় মুহূর্তে’ সব ভেদাভেদ ভুলে গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

স্থানীয় বিএনপির সভাপতি শেখ মো. আব্দুল হান্নানের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম চুন্নু ও আক্তার হোসেনের যৌথ সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন বাহরাইন বিএনপির পৃষ্ঠপোষক গোলাম রাব্বানী, গিয়াস উদ্দিন মিয়াজী, ইউসুফ হোসেন সেলিম, রফিকুল ইসলাম স্বপন।

উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবের আহমেদ, সহ-সভাপতি হাজী শফিকুল ইসলাম, নান্নু মিয়া, ফরিদুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক রুহুল আমিন ও আক্তারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম আঁকন, অর্থ-সম্পাদক হুমায়ুন কবির, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহ্ আলম খান তপু।

এছাড়াও ছিলেন তরুণ দল সভাপতি শাকিল মাহমুদ, তারেক পরিষদ সভাপতি আবুল হোসেন তুহিন, দেশনেত্রী পরিষদ সভাপতি দেলোয়ার হোসেন ভুইয়া, জিয়া পরিষদ সভাপতি সোবাহান, ওলামা দল সাধারণ সম্পাদক  ফারুক, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আলাউদ্দীন আহমেদ, বাব আল বাহরাইন বিএনপির সভাপতি শাহীন মঈসাল, বুদাইয়া বিএনপির সভাপতি কাশেম বেপারী, আ’ আলী বিএনপির সভাপতি হারুন, রিফা বিএনপির সভাপতি সিদ্দীকুর রহমান, সাধারণ সম্পাদক মনির হোসেন রাজু, যুগ্ম-সাধারণ সম্পাদক নুর উদ্দীন ফরহাদ, হামাদ টাউন বিএনপির সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম প্রমুখ ।

সভায় বিএনপির অঙ্গ, সহযোগী সংগঠন ও আঞ্চলিক শাখার বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।