ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

নিউইয়র্ক

ভাষা শহীদদের শ্রদ্ধায় নিউইয়র্কে মাসব্যাপী গ্রন্থমেলা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
ভাষা শহীদদের শ্রদ্ধায় নিউইয়র্কে মাসব্যাপী গ্রন্থমেলা

নিউইয়র্ক: ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে ২০১৬ সালের ফেব্রুয়ারি মাস জুড়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন ও গ্রন্থমেলা কর্মসূচির আয়োজন করছে মুক্তধারা ফাউন্ডেশন ও বাঙালির চেতনামঞ্চ।

আন্তর্জাতিক বলয়ে একুশে উদযাপনের ২৫ বছর পূর্তি অনুষ্ঠানকে বর্ণিল করে তোলার লক্ষ্যে মাসব্যাপী একুশের গ্রন্থমেলার পাশাপাশি একুশের স্মারকগ্রন্থ ‘বাঙালির চেতনা’ প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।



স্মারকগ্রন্থে প্রকাশের জন্য আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে মৌলিক রচনা আহ্বান করেছে আয়োজক সংগঠন। এতে উপজীব্য বিষয় হলো, গত ২৫ বছর ধরে নিউইয়র্কে একুশে উদযাপন কর্মসূচিতে যারা অংশ নিচ্ছেন তাদের একান্ত অভিজ্ঞতা।

একই সঙ্গে যারা ১৯৯২ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত অনুষ্ঠিত একুশের প্রথম প্রহর বা গ্রন্থমেলার ছবি তুলেছেন, সেসব ছবি পাঠানোর জন্যও অনুরোধ জানানো হয়েছে।

ই-মেইলের ([email protected]) মাধ্যমে লেখা এবং ছবি পাঠানো যাবে।

সোমবার (১৪ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ১০৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।