ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ায় প্রফেসর ড. ইউনূস

সিডনি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৪
অস্ট্রেলিয়ায় প্রফেসর ড. ইউনূস

সিডনি (অস্ট্রেলিয়া): নোবেল বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস বুধবার সকালে অস্ট্রেলিয়ায় পৌঁছেছেন। তিনি ক্যানবেরা ও সিডনিতে কয়েকটি আন্তর্জাতিক সম্মেলন ও প্রদর্শনীতে যোগ দেবেন।



প্রফেসর ইউনূস সফরকালে ফেডারেল মিনিস্টার ফর সোস্যাল সার্ভিসেস, অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রীর সোস্যাল সার্ভিস বিষয়ক পার্লামেন্ট সেক্রেটারি ও শেয়ার বিষয়ক সিনিয়র অস্ট্রেলিয়ান ব্যুরোক্র্যাটদের সঙ্গে মতবিনিময় করবেন।

এছাড়াও তিনি অস্ট্রেলিয়ার বহুজাতিক কোম্পানি ও শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে  বৈঠক করবেন।

এসব বৈঠকে ইউনূস ক্ষুদ্রঋণ ও সামাজিক ব্যবসা নিয়ে তার অনবদ্য গবেষণা ও দর্শনের ধারণা কীভাবে পশ্চাদপদ সামাজিক নির্ভরতাকে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতি সাধনে সহায়তা করবে তা ব্যাখ্যা করবেন।

অস্ট্রেলিয়ান ইনস্টিটিউট অফ আর্কিটেক্টস এনএসডব্লিউ’র উদ্যোগে বাংলাদেশি আর্কিটেক্টস ইন অস্ট্রেলিয়া “Focusing People’s Architecture” শীর্ষক এ আন্তর্জাতিক সম্মেলন ও প্রদর্শনীর আয়োজন করেছে। ড. ইউনূস এখানে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন।

বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।