ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

বিদ্যুৎ ও জ্বালানি

বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্ত অনৈতিক : ন্যাপ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১১
বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্ত অনৈতিক : ন্যাপ

ঢাকা: চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতি কমানোর দাবি জানিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)।

শুক্রবার সকালে জাতীয় প্রেসকাবের সামনে মানববন্ধন থেকে এ দাবি জানান সংগঠনের নেতারা।



মানববন্ধনে বক্তারা বলেন, ‘সরকার সারাদেশে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত না করে মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্ত অনৈতিক। সাম্প্রতিক সময়ে শেয়ারবাজারে যে অস্থিরতা সৃষ্টি হয়েছে তা নিরসনে এ সরকারকেই দৃঢ় পদক্ষেপ নিতে হবে। ’
 
 অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক শহীদুন্নবী, সহ-সম্পাদক গোলাম সরওয়ার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১১




বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।