ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

রাজনীতি

বিএনপি অসাংবিধানিক পন্থায় ক্ষমতায় আসার চক্রান্ত করছে - নাসিম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১০
বিএনপি অসাংবিধানিক পন্থায় ক্ষমতায় আসার চক্রান্ত করছে - নাসিম

ঢাকা : আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘বিএনপি আবার অসাংবিধানিক পন্থায় ক্ষমতায় আসার চক্রান্ত করছে । ’

তিনি বলেন, ‘বিএনপি সংসদে না গেলেও মদদ দিচ্ছে মানবতা বিরোধী  ও যুদ্ধাপরাধী শক্তিকে।

তাদের বাঁচাতে, সংসদকে অকার্যকর করার মিশনে নেমেছে তারা। জঙ্গি উত্থানকে এক সময় বিএনপি বলেছিল, “মিডিয়ার সৃষ্টি”। পরে প্রমাণ হয়েছে, জঙ্গিবাদ বিএনপিরই সৃষ্টি। ’

ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে শনিবার সকালে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত ‘সংসদীয় গণতন্ত্র শক্তিশালীকরণের লক্ষে জাতীয় সংসদকে কার্যকর করার বিকল্প নাই’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নাসিম বলেন, ‘চলতি অধিবেশনেও বিএনপি সংসদে যাবে না। তারা বলছেন, সংসদে যাওয়ার পরিবেশ নেই। সাংসদ হিসেবে বিএনপির রাজনীতিকরা মর্যাদা পান না। কিন্তু, সম্প্রতি প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিয়েছেন। তার সঙ্গে যে প্রতিনিধি দল গিয়েছে, সেখানেও বিএনপির দু’জন সাংসদ আছেন। একজন হলেন, বিএনপি চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক অন্যজন হলেন এ্যানি। তারা সংসদে যাবেন না কিন্তু সাংসদ হিসেবে সকল সুযোগ-সুবিধা ভোগও করবেন। ’

ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেন, ‘বিএনপি নেত্রী খালেদা জিয়া বলেন, নির্বাচনটি ছিল কারচুপির নির্বাচন। আমার প্রশ্ন, তিনি যদি জানতেনই যে কারচুপির নির্বাচন হবে; তাহলে কেন এ নির্বাচনে তিনি অংশ নিলেন?’

মায়া বলেন, ‘বিএনপির রাজনীতি যে ভাবে শুরু হয়েছিল, তার ঐতিহ্য থেকে এখনও তারা বেরুতে পারেনি। এ কারণে এখনও তারা রাতের আঁধারে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে। ’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের সহকারী এটর্নি জেনারেল ও মহিলা আওয়ামী লীগের আন্তর্জাতিক সর্ম্পক বিষয়ক সম্পাদক এডভোকেট নুরজাহান বেগম মুক্তা, ঢাকা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফয়জুদ্দিন মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক সবুজ প্রমুখ।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন হেমায়েত উদ্দিন বীর বিক্রম।

বাংলাদেশ স্থানীয় সময় : ১৫৪৫, ২৫ সেপ্টেম্বর, ২০১০।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।