ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

হরতালে বিশৃঙ্খলা সৃষ্টি করলেই অ্যাকশন: শহীদুল

ন্যাশনাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪২ ঘণ্টা, জুন ২৫, ২০১০

ঢাকা: প্রধান বিরোধীদল বিএনপির ডাকা হরাতালে রাস্তায় ভাঙচুর বা যেকোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার এ কে এম শহীদুল হক।

শুক্রবার রাজারবাগ পুলিশ টেলিকম মিলনায়তনে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।



পুলিশ কমিশনার বলেন, “বিরোধী দলের ডাকা হরতাল শান্তিপূর্ণভাবে পালনে পুলিশ  কোনো বাধা দেবে না। তবে ওই সময় গাড়ি ভাঙচুর বা আগুন ধরিয়ে দেওয়ার মতো ফৌজদারি অপরাধ করে বিশৃঙ্খলা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ”

২৭ জুন বিএনপির ডাকা হরতাল নিয়ে পুলিশের প্রস্তুতি সম্পর্কে জানাতে এ সংবাদ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

হরতালের দিন রাজধানীতে ১০ হাজার পুলিশ মোতায়েন থাকবে জানিয়ে শহীদুল হক বলেন, “... তবে এবার গণগ্রেপ্তার করা হবে না। বিভিন্ন এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টিকারী সম্ভাব্য পিকেটারদের একটি তালিকা তৈরি করা হয়েছে। সেই তালিকা অনুযায়ী গ্রেপ্তার করা হবে। ”

নির্দোষ কাউকে হয়রানি করা হবে না বলেও আশ্বস্ত করেন তিনি।

পাশাপাশি ঢাকার ভিআইপি ও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচলে ব্যাঘাত না ঘটাতে পুলিশ কমিশনার বিএনপির প্রতি অনুরোধ জানান।

শহীদুল হক বলেন, “হরতালের দিন স্বেচ্ছায় দোকানপাট বন্ধ রাখা হলে সেক্ষেত্রে পুলিশের কিছু বলার নেই। তবে কাউকে দোকানপাট বন্ধ রাখতে বাধ্য করা হলে পুলিশ কঠোর ব্যবস্থা নেবে। ”

বাংলাদেশ স্থানীয় সময়: ১৪২৭ ঘণ্টা, জুন ২৫, ২০১০
কেএল

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।