ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

করোনা ভাইরাস মোকাবিলায় টেস্ট আরো বাড়াতে হবে: জিএম কাদের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, মে ২৩, ২০২০
করোনা ভাইরাস মোকাবিলায় টেস্ট আরো বাড়াতে হবে: জিএম কাদের

ঢাকা: করোনা ভাইরাস মোকাবিলায় টেস্ট আরো বাড়াতে হবে। প্রতিটি ঘরের মানুষ প্রয়োজন মনে করলে যেন করোনা পরীক্ষা করাতে পারে সে ব্যবস্থা করতে হবে। টেস্ট বাড়ালেই বোঝা যাবে করোনা সংক্রমণ কোন পর্যায়ে আছে এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। 

শনিবার (২৩ মে) দুপুরে পুরান ঢাকার আরমানিটোলায় মাহুততুলী প্রাথমিক বিদ্যালয় মাঠে পার্টির সাংগঠনিক সম্পাদক তারেক এ আদেলের উদ্যোগে এক হাজার হতদরিদ্র মানুষের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণকালে জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের একথা বলেন।

জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, দেশের প্রতিটি সরকারি হাসপাতালে করোনা ইউনিট সৃষ্টি করতে হবে, যাতে প্রত্যন্ত অঞ্চলের মানুষেরা চিকিৎসাসেবা পায়।

করোনাকালে কেউই যেন সেবা থেকে বঞ্চিত না হয় সেজন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।  

‘বেসরকারি হাসপাতালগুলোতেও নিশ্চিত করতে হবে করোনার চিকিৎসা। প্রয়োজনে আইন করে হলেও বেসরকারি উদ্যোগ করোনা মোকাবিলায় বাধ্য করতে হবে। শুধু লকডাউন নিয়ে ভাবলেই হবে না, হতদরিদ্র মানুষের জীবন-জীবিকা নিয়েও ভাবতে হবে। ’

এসময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আসুদ, সাইফুদ্দিন আহমেদ মিলন, চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন, জাতীয় মুক্তিযোদ্ধা পার্টির সভাপতি ইসাহাক ভূইয়া, জাতীয় পার্টির তথ্য ও গবেষণা সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু, যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম, যুবনেতা জিল্লুর রহমানসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, মে ২৩, ২০২০
এসএমএকে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad